বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ১০:৩৫:২৮

ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠল সৌদি আরবের রাজধানী

ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠল সৌদি আরবের রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠল সৌদি আরবের রাজধানী রিয়াদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (২৬ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে সেখানকার স্থানীয়দের জানালার কাচ ভেঙে পড়ে। কোনও কোনও বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তবে এতে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। ইয়েমেন যুদ্ধে ২০১৫ সালে হস্তক্ষেপের পর থেকে প্রায়ই প্রতিবেশী দেশটির দিক থেকে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করে আসছে সৌদি আরব। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এসব হামলা চালায় বলে দাবি রিয়াদের।

গত শনিবার ইয়েমেন সরকারের পক্ষ নিয়ে যুদ্ধে জড়ানো সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়, রিয়াদ অভিমুখে আসতে থাকা একটি বিস্ফোরক প্রতিহত করা হয়েছে।তবে হুথি বিদ্রোহীদের দাবি, এর সঙ্গে তাদের কোনও সংশ্লিষ্টতা নেই। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, শনিবারের ঘটনার পর কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে