বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ১২:২২:১৮

'রামমন্দির নির্মাণে চাঁদা না দেয়া ব্যক্তিদের নাৎসি কায়দায় চিহ্নিত করা হচ্ছে'

'রামমন্দির নির্মাণে চাঁদা না দেয়া ব্যক্তিদের নাৎসি কায়দায় চিহ্নিত করা হচ্ছে'

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কর্নাটক রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং জনতা দলের প্রধান এইচ ডি কুমারাস্বামী অভিযোগ করে বলেছেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য কারা চাঁদা দিচ্ছেন আর কারা দিচ্ছেন না, 'নাৎসি কায়দায়' আরএসএস নাকি তা চিহ্নিত করে রাখছে।

রাম মন্দির নির্মাণের জন্য বহু মানুষ যেমন ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ ট্রান্সফার করছেন, তেমনি বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী ও স্বেচ্ছাসেবীরাও দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে মন্দিরের জন্য চাঁদা তুলছেন। এ বিষয়ে কর্নাটকের প্রবীন রাজনীতিবিদ এইচ ডি কুমারাস্বামী, একের পর এক টুইট করে দাবি করেছেন।

তিনি দাবি করেছেন, কোন কোন বাড়ি থেকে মন্দিরের জন্য চাঁদা দেওয়া হচ্ছে আর কারা দিচ্ছে না আরএসএস সেগুলোকে চিনে রাখছে। তিনি বলেন, ''ঠিক যেভাবে নাৎসি জমানায় হিটলার করেছিলেন, তার শাসনে মৃত্যু হয়েছিল লক্ষ লক্ষ মানুষের।'' এর আগে মহারাষ্ট্রের শাসক দল শিবসেনাও মন্দিরের জন্য এভাবে চাঁদা তোলার তীব্র বিরোধিতা করেছে।

শিবসেনা নেতা ও দলীয় মুখপাত্র সঞ্জয় রাউত বলেছিলেন, ''শ্রীরামচন্দ্র অযোধ্যার রাজা ছিলেন। সেই রাজার জন্য আপনি বাড়িতে বাড়িতে গিয়ে টাকা চাইবেন, তাতে যেমন রাজার অপমান - তেমনি হিন্দুত্বের অপমান। হ্যাঁ, মন্দির বানানোর জন্য ধনীরা, শিল্পপতিরা নিশ্চয় অর্থ দেবেন, শিবসেনাও এক কোটি টাকা দিয়েছে - কিন্তু ঘরে ঘরে চাঁদা তোলার লোক পাঠিয়ে আপনারা কার প্রচার করতে চাইছেন? রামচন্দ্রের নামে এই রাজনৈতিক নাটক বন্ধ করুন।''

তবে এ বিষয়ে  কর্নাটকে আরএসএসের মুখপাত্র ই এস প্রদীপকে এ ব্যাপারে জানান, এই অভিযোগ 'এতটাই ভিত্তিহীন' যে তারা এর কোনও জবাব দেওয়ারও প্রয়োজন বোধ করছেন না। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় যে রামমন্দির বানানো হচ্ছে তার জন্য সারা দেশ জুড়েই অর্থ সংগ্রহ অভিযান চালাচ্ছে একটি ট্রাস্ট। অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য সারা ভারত থেকে ইতিমধ্যেই যে ১০০০ কোটি রুপিরও বেশি সংগৃহীত হয়েছে বলে ঘোষণা দিয়েছে ভারত সরকারের গঠিত ট্রাস্ট। সূত্র: বিবিসি বাংলা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে