রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:৩৯:৪১

ব্রিগেড থেকেই আব্বাস সিদ্দিকির 'স্বাধীনতা যুদ্ধ' জয়ের হুঙ্কার

ব্রিগেড থেকেই আব্বাস সিদ্দিকির 'স্বাধীনতা যুদ্ধ' জয়ের হুঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক : নজিরবিহীন রবিবারের কলকাতার ব্রিগেড সমাবেশ। বসন্তের শুরুর দিকেই এবার রোদের তেজ বেশি। রবিবার দুপুরে যত দূর চোখ যায়, ব্রিগেড ময়দানে তত দূরই লাল নিশান আর মাথার ভিড়। বিধানসভা নির্বাচনের আগে বাম-কংগ্রেস জোটের সমাবেশে এবার নতুন সঙ্গী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাদের সমর্থকও প্রচুর। 

বঙ্গের ভোটে সদ্যগঠিত দলের জনপ্রিয়তা যে কতটা, তা বোঝা গেল এই সমাবেশেই। মঞ্চে ভাষণ রাখতে গিয়ে আব্বাস সিদ্দিকি সরাসরি মমতা ব্যানার্জী এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন। কার্যত হুঁশিয়ারির সুরেই তিনি বললেন, ''নারীদের স্বাধীনতা হরণ করে নিয়েছে মমতা। আমরা স্বাধীনতা ফেরানোর যুদ্ধে নেমেছি। রক্ত দিয়ে মাতৃভূমিকে রক্ষা করব। মমতাকে জিরো করে দেব।''

পাশাপাশি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে অবশ্য তিনি বামেদের স্লোগানই খানিকটা ধার করলেন। স্লোগান তুললেন, ''বিজেপির কালো হাত ভেঙে দেব।'' একুশে ভোটের আগে বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশের অন্যতম চমক ছিল ধর্মনিরপেক্ষ জোটে আইএসএফের যোগদান। চমক দেখাও গেল রবিবার দুপুরে। গনগনে রোদের ব্রিগেডের উত্তাপ আরও বাড়িয়ে দিল আব্বাসের উপস্থিতি। 

এদিন মঞ্চে আইএসএফ প্রধান আব্বাস উঠতে না উঠতেই জনতার উচ্ছ্বাস, অভিবাদন বাঁধনহারা। তাকে সমাদরে চেয়ার পর্যন্ত এগিয়ে দিলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। সেই সময়ে মঞ্চে বক্তব্য রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আব্বাস ভক্তদের প্রবল চিৎকারে অধীর তখন ভাষণ থামিয়ে দিয়েছেন। 

পরে বামেদের ধন্যবাদ জানিয়ে আব্বাস বলেন যে তারা নির্বাচনী লড়াইয়ে যে ক'টা আসন চেয়েছিলেন, তা সহজেই ছেড়ে দিয়েছে বাম নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনকে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন আইএসএফ প্রধান। বললেন, ''রক্ত দিয়ে মাতৃভূমিকে রক্ষা করব। যেখানেই শরিকরা প্রার্থী দেবেন, সেখানেই সব ভুলে রক্ত জল করে লড়ব।'' নাতিদীর্ঘ বক্তব্যে ঝাঁজালো সুর চড়িয়েই মঞ্চ ছাড়লেন আব্বাস।   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে