রবিবার, ০৭ মার্চ, ২০২১, ০৭:৩৬:০৫

জীবনে এত বড় জন-সমাবেশে ভাষণ দিইনি : ব্রিগেডে দাঁড়িয়ে বললেন মোদি

জীবনে এত বড় জন-সমাবেশে ভাষণ দিইনি : ব্রিগেডে দাঁড়িয়ে বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের মরশুমে প্রথম ব্রিগেড সমাবেশ ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী মোদি, সাথে দেন বন্দে মাতরম স্লোগান। এরপর তিনি বলেন, 'জীবনে এত বড় জন সমাবেশে ভাষণ দিইনি'।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ করল বিজেপি। ভরা ব্রিগেড দেখে ভাষণের শুরুতেই উচ্ছ্বাস প্রকাশ করেন নমো। বলেন, 'মনে হচ্ছে যেন ২রা মে এসে গিয়েছে।' একই সঙ্গে তৃণমূলের 'খেলা হবে' স্লোগানকে তুলে ধরে মোদির সাফ হুঁশিয়ারি, 'বাংলায় এবার তৃণমূলের খেলা শেষ হবে।'

ব্রিগেডের বেশিরভাগ সময়ই তৃণমূলকে নিশানা করেছেন মোদি। মমতা সরকারকে 'বিশ্বাসভঙ্গকারী'র সরকার বলে কটাক্ষ করেন তিনি। চড়া সুরে বলেন, ''রাজ্যবাসী সোনার বাংলা চায়। প্রগতিশীল বাংলা, উন্নয়নের বাংলা চায়। আপনারা দিদি-র হাতে বাংলার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে। কিন্তু এখন বাঙালি কোমর বেঁধেছে। এবার আসল পরিবর্তন হবেই।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে