মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ১০:১৩:০৬

সৌদি বিমানবন্দরে হামলা, জানুন বিস্তারিত

সৌদি বিমানবন্দরে হামলা, জানুন বিস্তারিত

আন্তর্জাতিক ডেস্ক :  ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। উত্তেজনা বাড়িয়ে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টুইটার পোস্টে লিখেছেন, যতদিন ইয়েমেনের ওপর অবরোধ চলবে ততদিন তাদের অপারেশন চলবে। খবর রয়টার্স এর।

এদিকে, সৌদি আরব এবার ইয়েমেনে দীর্ঘ ছয় বছর ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতা চুক্তিসহ নতুন একটি প্রস্তাব দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গতকাল সোমবার এক ঘোষণায় ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদেরকে এ প্রস্তাব দিয়েছেন।

ওই প্রস্তাবে বলা হয়েছে, যদি হুথি বিদ্রোহীরা উদ্যোগের শর্তগুলো মানতে সম্মত হয়, তাহলে সৌদি আরবও জাতিসংঘ-পর্যবেক্ষণাধীন দেশটিতে (ইয়েমেন) যুদ্ধবিরতি মেনে চলবে। তবে এই যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইয়েমেন ও ইরান-সমর্থিত হুথিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে