মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ১১:৪৮:১৫

ফায়ারিং স্কোয়াডেই নিজের মৃত্যুদণ্ড কার্যকরের চাচ্ছেন এক খুনি!

 ফায়ারিং স্কোয়াডেই নিজের মৃত্যুদণ্ড কার্যকরের চাচ্ছেন এক খুনি!

বিষাক্ত ইনজেকশনের চেয়ে ফায়ারিং স্কোয়াডেই নিজের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক খুনি। বিবিসির খবরে বলা হয়, দেশটির নেভাদা রাজ্যে গত ১৫ বছরের মধ্যে এই প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।

জেন মাইকেল ফ্লয়েড নামের ওই ব্যক্তির আইনজীবীরা বলছেন, মৃত্যুদণ্ড বিলম্ব করার অজুহাত হিসেবে তাদের মক্কেল এমন অনুরোধ করছেন না। আগামী জুনে এই মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। আইনজীবীরা বলেন, ফায়ারিং স্কোয়াডে মৃত্যু কম যন্ত্রণাদায়ক হবে।

যুক্তরাষ্ট্রে এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা একেবারেই বিরল। আইনজীবী ব্রাড লিভেনসন বলেন, বিষাক্ত ইনজেকশনে মৃত্যুর প্রস্তাবের বিরোধিতা করেছেন ফ্লয়েড। রাজ্যটি এই ইনজেকশন ব্যবহার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে চাচ্ছে।

তবে এভাবে মৃত্যুদণ্ডের বিকল্প পদ্ধতি হিসেবে বন্দুকের গুলি খুবই মানবিক বলে মন্তব্য করেন এই আইনজীবী।

মিসিসিপি, অকলাহোমা ও উটাহ—এই তিন রাজ্যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের অনুমোদন আছে। কিন্তু ২০১০ সালের পর আর এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

কৌঁসুলিরা বলছেন, আগামী মাসে ফ্লয়েডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের পরোয়ানা জারি হতে পারে। জুনের প্রথম দিকে তা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৬ সালের পর নেভাদায় এই প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে।

লাস ভেগাসের একটি বিপণিবিতানে ১৯৯৯ সালে গুলি করে তিন ব্যক্তিকে হত্যা ও একজনকে আহত করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ফ্লয়েড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে