বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ০৭:২৮:২৮

মাত্র ৪ ঘণ্টার অক্সিজেন বাকি! হাহাকার দিল্লির হাসপাতালে

মাত্র ৪ ঘণ্টার অক্সিজেন বাকি! হাহাকার দিল্লির হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: আরও তীব্র হচ্ছে দেশজুড়ে অক্সিজেনের চাহিদা। দিল্লিতে কার্যত হেলথ এমারজেন্সি পরিস্থিতি তৈরি হয়েছে (Oxygen Crisis in India)। বুধবারই দিল্লি হাই কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে, ভিক্ষে করেই হোক কিংবা চুরি-ধার, যে কোনও উপায়ে অক্সিজেন জোগাতে হবে। ছবিটা যে কতটা ভয়াবহ হতে পারে তা বোঝা গেল লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালের চিত্র দেখে। ২০০-র বেশি কোভিড রোগী ভর্তি রয়েছেন সেখানে। কিন্তু অক্সিজেন অপ্রতুল। সুপার জানিয়েছেন মাত্র চার ঘণ্টার অক্সিজেনের জোগান রয়েছে হাসপাতালে। রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে হাসপাতালের বাইরে।

একই পরিস্থিতি রাজধানীর বহু ছোট বড় হাসপাতালে। সর্বত্রই অপ্রতুল অক্সিজেন। ক্রমশই কমে আসছে জোগান। ফলে ভেন্টিলেশন এবং ICU ওয়ার্ডে ভর্তি করোনা রোগীদের নিয়ে চরম উদ্বিগ্ন চিকিৎসকরা। এরই মধ্যে অভিযোগ উঠেছে, দিল্লির জন্য বরাদ্দ অক্সিজেন পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য রাজ্যে। বুধবার সন্ধ্যা থেকেই আরও খারাপ হয়েছে পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে অক্সিজেন ফুরিয়ে গিয়েছে মাতা চনন দেবী, লোকনায়ক জয়প্রকাশ, শক্তি মুকুন্দের মতো হাসপাতালে। রাত থেকেই অক্সিজেনের জোগানের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কর্তৃপক্ষ। সামান্য অক্সিজেন এসে পৌঁছলেও পরিস্থিতি এখনও গুরুতর। এমনকী, ৫০ শয্যার ছোট হাসপাতালগুলিতেও অক্সিজেন ফুরিয়ে গিয়েছে। কেন্দ্রের তরফে বাওয়ানা নামের একটি জায়গায় অক্সিজেন সিলিন্ডার ভর্তি করার ব্যবস্থা করা হলেও তা পূর্ব দিল্লি থেকে বেশ দূরে। ফলে সেখানে পৌঁছনোও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গতকালই দিল্লি হাই কোর্ট সরকারকে মনে করিয়ে দেয়, গুরুতর অসুস্থ নাগরিকদের জীবনরক্ষা করা কেন্দ্রের দায়িত্ব। বিশেষ করিডর করে হোক কিংবা বিমানের মাধ্যমেই হোক, যাদের অক্সিজেন প্রয়োজন তাঁদের কাছে অক্সিজেন পৌঁছে দিতেই হবে।

এদিকে, প্রেক্ষিতে অক্সিজেন সরবরাহ নিয়ে নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যগুলির মধ্যে মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করা নিয়ে কোনও নিষেধাজ্ঞা থাকছে নায। এক রাজ্য থেকে আরেক রাজ্যে অক্সিজেন বহনকারী গাড়িগুলির যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ কর্তৃপক্ষকে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে