শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ০২:৪৬:৫২

ভারত চালাচ্ছেন ভগবান: দিল্লি হাইকোর্ট

ভারত চালাচ্ছেন ভগবান: দিল্লি হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক:  করোনার তাণ্ডবে একেবারে নাজেহাল অবস্থায় ভারত। হাসপাতালগুলোতে অক্সিজেনের হাহাকারের প্রেক্ষাপটে দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে। বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রেখা পাল্লির বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সবাই জানি, এই দেশ চালাচ্ছেন ভগবান।’

গত বৃহস্পতিবার দিল্লির কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে হাইকোর্টকে জানানো হয়, রাজধানীর অন্তত ছ’টি হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গেছে। এর আগেই দিল্লির রাজীব গান্ধী হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের হাতে মাত্র তিন ঘণ্টার অক্সিজেন মজুত আছে। বিকেল পৌনে পাঁচটায় গুরুগ্রামের ফর্টিস হাসপাতালের পক্ষ থেকে টুইট করা হয়, ‘‘আমাদের কাছে আর ৪৫ মিনিটের অক্সিজেন আছে। রাজনাথ সিংহ, অমিত শাহ, মনোহরলাল খট্টর, অশোক গহলৌত— আপনারা কিছু করুন।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে