সোমবার, ০৩ মে, ২০২১, ০৪:২৬:৪৪

নন্দীগ্রামের ফলাফল নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিল মমতা

নন্দীগ্রামের ফলাফল নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিল মমতা

আন্তর্জাতিক ডেস্ক: নন্দীগ্রামের ফল নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সাংবাদিক বৈঠকে রিটার্নিং অফিসারের মেসেজ তুলে ধরে মমতা দাবি করেছেন, 'এত বড় মাফিয়াগিরি দেখিনি। রাত ১১টা নাগাদ একটা এসএমএস পেয়েছি একজনের থেকে। রিটার্নিং অফিসার বলছেন,পুনর্গণনার নির্দেশ দিলে তাঁর প্রাণসংশয় হতে পারে।' উল্লেখ্য, নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, তা কমিশন খারিজ করে দিয়েছে।

এই প্রসঙ্গে মমতার চাঞ্চল্যকর অভিযোগ, 'ঘোষণা করে দিল প্রথমে, রাজ্যপাল ফোন করলেন, তারপর সব উলটে গেল! লোডশেডিং করে রেখেছিল, মেশিন পালটে দিয়েছিল, আরও অনেক কিছু করেছে। এতবড় মাফিয়াগিরি দেখিনি। কমিশন কেন পুনর্গণনা করল না? আমরা বিচার চাই। আদালতে তো যাবই।' মমতা আরও বলেন, 'নন্দীগ্রামে কীরকম ভোট হয়েছে, সবাই দেখেছেন। '

উল্লেখ্য, নন্দীগ্রামকে ঘিরে টানটান নাটক চলে। নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এই খবর প্রথমে সামনে আসে। কিছুক্ষণ বাদেই জানা যায়, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা। এই নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলনেত্রী বলেছিলেন, 'কারচুপি হয়েছে, আমরা কোর্টে যাব।'-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে