মঙ্গলবার, ০৪ মে, ২০২১, ০৪:৩১:৪৫

মার্কিন বাহিনী আফগান ছাড়ার আগমুহূর্তে হামলা-পাল্টা হামলা, দুই পক্ষের নিহত ১০০

মার্কিন বাহিনী আফগান ছাড়ার আগমুহূর্তে হামলা-পাল্টা হামলা, দুই পক্ষের নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক: ঘোষণা অনুযায়ী একে একে সব সেনাঘাঁটি আফগানিস্তানের সেনাবাহিনীকে বুঝিয়ে দিয়ে দেশটি ছেড়ে চলে যাচ্ছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর কাছ থেকে নিজেদের দখলে নেওয়ার পরই তালেবানদের ওপর অভিযান শুরু করেছে আফগান বাহিনী। খবর আরব নিউজ।

আফগান সরকার সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি বুঝে নেওয়ার পর বেশ কয়েকটি অভিযানে কমপক্ষে ৬০  তালেবান নিহত হয়েছেন। এসব অভিযানে প্রাণ হারিয়েছেন সরকারি বাহিনীরও ৪০ সদস্য।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, বিদেশি সেনাদের সহায়তা ছাড়াই আফগান বাহিনী তালেবানদের ওপর এসব সফল অভিযান চালিয়েছে।   

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় এসব অভিযানে ৬২ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। মার্কিন বাহিনী আফগান ছাড়ার আগমুহূর্তে আবারও নতুন করে হামলা শুরু করে তালেবানরা। সরকারি বাহিনীও এর পাল্টা জবাব দিচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে