বুধবার, ০৫ মে, ২০২১, ১১:০৯:২২

এবার করোনা আশঙ্কা একেবারে মুছে ফেলতে তৃতীয় ডোজ আনছে যুক্তরাজ্য

এবার করোনা আশঙ্কা একেবারে মুছে ফেলতে তৃতীয় ডোজ আনছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্বে মহামারী করোনা সংক্রমণ নির্মূলে এবার টিকার তৃতীয় ডোজ দিতে যাচ্ছে ব্রিটেন। জানা গেছে, আসছে বড়দিনের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে মুছে ফেলতে ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া হবে যুক্তরাজ্য জুড়ে।

এটি জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসার ক্রিস হিট্টি। তিনি জানান, করোনার নতুন যে সব প্রজাতি ছড়িয়ে পড়েছে বিশ্বে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে সে রকম টিকা তৈরির প্রস্তুতি চলছে। 

আরো জানানো হয়েছে যে, ফাইজার-বায়োএনটেক, অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না- প্রচলিত এই টিকাগুলিরই তৃতীয় ডোজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম টিকার তৃতীয় ডোজ আসতে যাচ্ছে। সূত্র : রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে