শনিবার, ১৫ মে, ২০২১, ০৬:০১:০২

পাল্টা জবাব দেয়া শুরু করেন হামাস যোদ্ধারা

পাল্টা জবাব দেয়া শুরু করেন হামাস যোদ্ধারা

ইসরায়েলি দখলদার বাহিনী হামলা শুরুর পর পাল্টা জবাব দেয়া শুরু করেন হামাস যোদ্ধারা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী- ইসরায়েলের সীমান্তবর্তী বিভিন্ন শহর লক্ষ্য করে এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। এতে ১৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন। হামাসের রকেট হামলা ঠেকাতে অত্যাধুনিক প্রযুক্তির ‘আইরন ডোম’ ব্যবহার করছে ইসরায়েল। এরপরও হামাসের অব্যাহত রকেট হামলায় দিশেহারা ইসরায়েলি বাহিনী। হামাসের এমন শক্তিশালী পাল্টা জবাব ইসরায়েলি বাহিনীর কল্পনার বাইরে ছিল বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।বিষয়টি নিয়ে ইরানের তাসনিম নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র ফাউজি বারহুম। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের মুখে হামাস তেল আবিবের ওপর রক্তক্ষয়ী পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধের প্রক্রিয়া স্পষ্টভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ফাউজি বারহুম বলেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলের যেকোনো হামলার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। হামাস চলমান সংঘাতে গোলার জবাবে গোলা, শহরের বদলে শহর এবং ক্ষেপণাস্ত্রের জবাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সমীকরণ বদলে দিতে পেরেছে। হামাস মুখপাত্র আরও বলেন, হামাস যোদ্ধারা তেল আবিব লক্ষ্য করে মাত্র তিন মিনিটের মধ্যে ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, এটি ছিল ইহুদিবাদী ইসরায়েলের জন্য নজিরবিহীন ঘটনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে