শনিবার, ১৫ মে, ২০২১, ১০:১৬:১৩

এবার ফিলিস্তিনিদের জন্য এগিয়ে আসলো মিশর ও মরক্কো

এবার  ফিলিস্তিনিদের জন্য এগিয়ে আসলো মিশর ও মরক্কো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলায় আহতদের নিতে ১০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে মিশর। মেডিকেল কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার এ খবর প্রকাশ করেছে বিবিসি। রয়টার্স জানিয়েছে, রাফা ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে মিশরের অ্যাম্বুলেন্স। গাজায় প্রবেশের অপেক্ষা রয়েছে আরও তিনটি মিশরীয় অ্যাম্বুলেন্স। স্থানীয় সূত্র ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় আহতদের সেবা দিতে মিশরের ৩টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। গত সোমবার থেকে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন স্থানে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় ৪০ শিশুসহ প্রায় ১৩৯ নিহত হয়েছে। আহত হয়েছে ৯৫০ জন। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ১৩ ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে, হামলা থেকে বাঁচতে ১০ হাজার ফিলিস্তিনি ঘর-বাড়ি ছেড়েছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হানায় প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের আরও কযেকটি দেশ। সংযুক্ত আরব আমিরাত দুই পক্ষকেই যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে বাহরাইন। এদিকে গত ডিসেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া মরক্কো জানিয়েছে, তারা পশ্চিম তীর ও গাজায় ৪০ টন খাদ্য, ওষুধ ও কম্বল পাঠাবে। সূত্র: পার্সটুডে, আই নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে