বুধবার, ০৯ জুন, ২০২১, ০৯:৪১:০১

দুই কারণে স্বর্ণের দাম বাড়বে

দুই কারণে স্বর্ণের দাম বাড়বে

আন্তর্জাতিক ডেস্ক: জানা যায়, করোনাভাইরাসে অর্থনীতির চাকা গতিশীল করতে বৃহস্পতিবার প্রণোদনামূলক মুদ্রানীতি ঘোষণা করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক (ফেড)। একই দিনে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নীতি বৈঠক হওয়ার কথা রয়েছে। 

বৈঠকে অর্থনীতিতে গতি ফেরাতে উদ্দীপনামূলক ঘোষণা আসতে পারে। এই দুই কারণে বিশ্ববাজারে আগামী মাসগুলোতে স্বর্ণের দাম বাড়বে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম খালিজ টাইমস।

এদিকে বুধবার (০৯ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীরা লাভ করতে চাইলে এখনই কিনে রাখতে পারেন। কারণ আগামী দিনগুলোতে স্বর্ণের দাম বাড়ার সম্ভবনা আছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি দশমিক ২৭ শতাংশ বেড়ে হয় ১ হাজার ৮৯৪ ডলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে