বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ০৪:০১:২৭

প্রথম বিদেশ সফরেই এরদোগানকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিল বাইডেন

প্রথম বিদেশ সফরেই এরদোগানকে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দিল বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: সম্পর্ক মারাত্মক অবনতির দিকে যাচ্ছিল, পাল্টা হুমকির সুরে কথা বলছিল এরদোগান। শেষমেষ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে বৈঠককে ‘সর্বোচ্চ গুরুত্ব’  দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গত বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহর।

তিনি আরো বলেন, বাইডেন ও এরদোগানের জন্য এ বৈঠক একটি বড় সুযোগ। অবশ্য এর আগে রিসেপ তাইয়্যিপ এরদোগান যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ নিয়ে বলেছিলেন— ‘যদি তুমি মিত্র হও, তা হলে আমাদের সঙ্গে দাঁড়াও, শত্রুদের সঙ্গে নয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে— তারা সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে