শুক্রবার, ১১ জুন, ২০২১, ০৮:২৯:৩৭

মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যার নিন্দা জানাই: এরদোগান

মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যার নিন্দা জানাই: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: এই সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে কানাডার পাকিস্তানি বংশোদ্ভূত এক মুসলিম পরিবারের ৪ সদস্যকে নির্মমভাবে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনা। এবার মুখ খোললেন আরেক জনপ্রিয় বিশ্ব নেতা এরদোগান।  উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন তিনি।

গত বুধবার ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় কমিটির বৈঠকে এরদোগান বলেন, কানাডায় মুসলিম পরিবারের ওপর হওয়া সর্বশেষ হামলার প্রধান কারণ হচ্ছে ইসলামফোবিয়া। 

তিনি আরো বলেন, তুরস্ক অবিরামভাবে ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং নিপীড়িতদের অধিকার রক্ষা করবে। কারণ ইসলামের প্রতি বিদ্বেষ ও ঘৃণা থেকে বিভিন্ন দেশে মুসলিমরা হত্যা ও বৈষম্যের শিকার হন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে