সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১১:২৯:২০

'তুরস্ক অন্য অঞ্চলে তার সাথে চলা ভাই-বোনদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত'

'তুরস্ক অন্য অঞ্চলে তার সাথে চলা ভাই-বোনদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত'

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্কের ইচ্ছা নেই অন্য কোনো দেশের ভূমি দখল করার। বরং অন্য অঞ্চলের সম্পর্ক থাকা দেশগুলোকে সহায়তার জন্যই তুরস্ক তাদের পাশে দাঁড়িয়েছে।

শুক্রবার ইস্তাম্বুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে এই কথা বলেন তিনি। এরদোগান বলেন, 'অন্যের ভূমি, সার্বভৌমত্ব, ঐক্য বা সংহতির বিষয়ে কোনো প্রকার নীলনকশা নেই তুরস্কের।'

তিনি বলেন, তুরস্ক অন্য অঞ্চলে তার সাথে চলা ভাই-বোনদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছে। এরদোগান আরো বলেন, লিবিয়ায় তুরস্কের সাফল্য দেশটিকে ঘিরে শুধু ভূমধ্যসাগরেই নয়, বিশ্বজুড়ে তৈরি কূটচালকে তছনছ করে দিয়েছে।

একই সাথে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৫-২০ বছরে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রযাত্রা সারাবিশ্বের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সাফল্যের কাহিনী। সূত্র : ডেইলি সাবাহ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে