শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ০৪:৪৮:৪২

ইমরান সরকারের ওপর ভরসা নেই, পাকিস্তানে AK-47 নিয়েই পাকিস্তানে কাজ করছেন চীনারা!

ইমরান সরকারের ওপর ভরসা নেই, পাকিস্তানে AK-47 নিয়েই পাকিস্তানে কাজ করছেন চীনারা!

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি প্রবল বিস্ফোরণে কেঁপে উঠেছিল পাকিস্তান। বিস্ফোরণে মৃত্যু হয়েছিল একাধিক চীনা নাগরিকের। এবার সেই বিস্ফোরণের আঁচ পড়ল পাকিস্তান-চীন সম্পর্কেও। বলতে গেলে ইমরান সরকারের উপর থেকে পুরোপুরিই আস্থা হারিয়েছে চীন। আর সেকারণেই চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের কাজ করতে আসা চীনা ইঞ্জিনিয়াররা বর্তমানে বন্দুক নিয়েই কাজ করছেন। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ছবি। পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে দাসু নদীর উপর বাঁধ তৈরির কাজ করছিল চীনা সংস্থা। তৈরি হচ্ছিল পানিবিদ্যুৎ প্রকল্পও। শুক্রবার ওই প্রদেশেরই উত্তরের আপার কোহিস্তান জেলায় একটি বাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বাসে একাধিক চীনা ইঞ্জিনিয়ার ছিলেন। যারা দাসু নদীর উপর বাঁধ তৈরির কাজে যুক্ত ছিলেন বলে খবর, তাদের কয়েক জনের মৃত্যু হয়। 

জানা গিয়েছে, ওই বাসটির গন্তব্য ছিল দাসু বাঁধ। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দেয় চীনা সংস্থা। এ প্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে, ১৪ জুলাইয়ের বিস্ফোরণে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে দাসু বাঁধ প্রকল্পের কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছি। উল্লেখ্য, এই বাঁধ চীন পাকিস্তানের ইকোনমিক করিডোরের প্রকল্পের অংশ। এদিকে বিস্ফোরণে যুক্ত থাকা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে পাকিস্তানকে নির্দেশ দিয়েছে বেজিংও। 

দ্রুত দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দেয় ইমরান সরকার। পরবর্তীতে তাদের উপর বিশ্বাস না রেখে নিজেই তদন্তকারী দল পাঠায় বেজিং। আর এবার নিজেদের নাগরিককে সুরক্ষা দিতে আগ্নেয়াস্ত্র-সহ নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে চীন। শুধু তাই নয়, ইঞ্জিনিয়াররা নিজেরাও একে-৪৭ নিয়ে কাজে আসছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে