রবিবার, ২৫ জুলাই, ২০২১, ০৫:০৮:২১

খুজিস্তান নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ, ইরানের তীব্র নিন্দা

খুজিস্তান নিয়ে জাতিসংঘের হস্তক্ষেপ, ইরানের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের খুজিস্তান প্রদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, হাই কমিশনার মিশেল্লে ব্যাচেলেট খুজিস্তানের ঘটনাপ্রবাহ সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন তাতে ভুল তথ্যে ভরা কাল্পনিক অভিযোগ উত্থাপন করা হয়েছে যা দুঃখজনক ও অনভিপ্রেত।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ মন্তব্য করে বলেছেন, খুজিস্তান প্রদেশের জনগণের দুর্দশা দূর করার জন্য ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে তা উপেক্ষা করে জাতিসংঘের এই কর্মকর্তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিবৃতি দিয়েছেন। তার এ বিবৃতি যতটা না একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মকর্তার বক্তব্য বলে মনে হয়েছে তার চেয়ে বেশি একটি রাজনৈতিক বিবৃতি বলেই প্রতীয়মান হয়েছে।

ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চল খুজিস্তান প্রদেশের পানিসংকটের কারণে চলা বিক্ষোভে গুলিবিদ্ধ হয়ে আরও ব্যক্তি নিহত হয়েছে। কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহত দ্বিতীয় ব্যক্তির নাম গাসেম খোজেরি। তার বয়স ১৮ বছর। বিক্ষোভ চলাকালে নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি চালান। এতেই ওই ব্যক্তি নিহত হন। তীব্র খরার কারণে পানি ও বিদ্যুৎসংকটে ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

পানি সংকটের কারণে ইরানের চাষাবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎকেন্দ্রগুলো। ফলে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে। আর তীব্র গরমে অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহারের ফলে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। এসবের পেছনে সরকারি অব্যবস্থাপনা এবং দুর্নীতিকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে কর্তৃপক্ষ বলছে, অনাবৃষ্টির কারণে এই পানিসংকট দেখা দিয়েছে। 

তীব্র পানি সংকটের কারণে টানা ছয়দিন ধরে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। সাধারণ মানুষের আন্দোলন এখন রক্তক্ষয়ী সংঘাতের দিকে মোড় নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা এবং তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চলমান আন্দোলন এখন আর শান্তিপূর্ণ নয়। সরকার পানি সংকট সমাধানে এখন পর্যন্ত কোনও আশ্বাস দিতে না পাড়ায় সহিংসতা ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। আন্দোলন থামাতে সাধারণ মানুষের ওপর গুলি চালাচ্ছে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে