রবিবার, ০১ আগস্ট, ২০২১, ০৭:৪৮:৪৪

অন্ধকার হলেই ঘনিষ্ঠ চুমুর বাড়বাড়ন্ত, অতিষ্ঠ হয়ে আবাসনের বাইরে কড়া বিজ্ঞপ্তি

অন্ধকার হলেই ঘনিষ্ঠ চুমুর বাড়বাড়ন্ত, অতিষ্ঠ হয়ে আবাসনের বাইরে কড়া বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক ডেস্ক : চুমু উষ্ণতা ছড়ায়, বাড়ায় ভালোবাসা। চুমু যে কোনো সম্পর্ককে আরও গভীরে যেতে সাহায্য করে। ঠোঁটে চুমুতে শরীরে হরমোনের তারতম্য হয়। সেখান থেকেই তৈরি হয় গভীর বন্ধন। এছাড়াও মন তরতাজা থাকে। তবে প্রতিবেদনে প্রকাশ্যে চুমুতে আপত্তি। তাই ভারতের মুম্বাইয়ের মতো বড় শহরের একটি আবাসনের বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে কড়া বিজ্ঞপ্তি, 'নো কিসিং জোন'। 

ভারতের বাণিজ্য নগরীর বোরিভালি এলাকায় এই আবাসনে দেওয়া বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও আবাসিকদের তরফ থেকে স্পষ্টই বলা হয়েছে, রোজই সন্ধ্যার সাথে সাথে অন্ধকার হলে বাইরে এসে বসেন যুগলেরা। তারপর সেখানে নানারকম 'অশ্লীলতা' শুরু হয়। বাড়ির সামনে এমন দৃশ্য দেখতে চান না বলেই বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আবাসিকরা। বোরিভেলির এই আবাসনের নাম সত্যম শিবম সুন্দরম সোসাইটি। 

আবাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনও ভাবেই প্রেম করার বিরোধী নন। কিন্তু 'অশ্লীলতা'র বিরুদ্ধে। এই আবাসনের বাসিন্দা করণ ও রুচি পারেখ জানিয়েছেন, তারা একদিন বাড়ির জানলা দিয়ে দেখেন, রাস্তার ধারে তাদের ফ্ল্যাটের জানলার সামনেই ঘনিষ্ঠ হয়ে প়ড়েছেন এক যুগল। সেই ঘটনার একটি ভিডিও রেকর্ড করে তারা স্থানীয় থানায় পাঠিয়ে দেন। কিন্তু পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে দেখেনি বলেই অভিযোগ তাদের। সেই কারণেই তারা বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।

আবাসিকদের পক্ষ থেকে আইনজীবী বিনয় অনুষ্কর জানিয়েছেন, ''আমরা শুধু ওই জায়গায় চুমু খেতে বারণ করেছি। আমরা প্রেমিক-প্রেমিকাদের বিরোধী নই, প্রেম করারও বিরোধী নই। আমরা অনেকবার ঘনিষ্ঠ ভাবে চুমু না খাওয়ার আবেদন জানিয়েছিলাম। তাতেও শেষ পর্যন্ত কাজ না হওয়ায় এই পদক্ষেপ করা হয়েছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে