শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ১১:১৪:০৪

আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প, মুহুর্তে ধ্বংস্তূপে পরিণত হাইতির বাড়িঘর-রাস্তাঘাট

আঘাত হেনেছে ভয়াবহ ভূমিকম্প, মুহুর্তে ধ্বংস্তূপে পরিণত হাইতির বাড়িঘর-রাস্তাঘাট

ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে হাইতিতে। ৭ দশমিক ২ মাত্রার মারাত্মক ভূমিকম্পের কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ভয়াবহ কম্পনে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক এলাকা। 

সেখানকার রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর মুহূর্তের মধ্যে ধ্বংস্তূপে পরিণত হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ধ্বংস্তূপে চাপা পড়ে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিরে, ভূপৃষ্টে ১০ কিলোমিটার গভীরে।   ভূমিকম্পের পর পার্শ্ববর্তী দেশগুলোতেও দীর্ঘ সময় আফটার শক অনুভূত হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে