রবিবার, ২৯ আগস্ট, ২০২১, ১১:০১:১৪

দূতাবাস চালু এবং কাবুলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা এরদোয়ানের

দূতাবাস চালু এবং কাবুলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা এরদোয়ানের

আফগানিস্তান এখন তালেবানের দখলে আর তাই এবার শুরু হয়েছে আরেক নতুন পর্ব। কারা কূটনৈতিক সম্পর্ক রাখবে, কারা চলে যাবে। তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে ন্যাটোর সদস্য দেশগুলো নিজেদের সেনা, নাগরিক ও তাদের অনুগত আফগানদের সরিয়ে নিচ্ছে। 

এদিকে আগামী ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলো সৈন্যদের ফিরিয়ে নিতে জোরেশোরে কাজ করছে। ঠিক সেসময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাবুলে নিজেদের দূতাবাস ও কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। খবর আল-জাজিরার।

এরদোয়ান বলেছেন, ‘তুরস্ক আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় তাদের দূতাবাস চালু করবে এবং কাবুলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে