বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ১১:২০:০৯

তালেবানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিশ্বকে ‘সম্পৃক্ত’ হওয়ার আহ্বান পাকিস্তানের

তালেবানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিশ্বকে ‘সম্পৃক্ত’ হওয়ার আহ্বান পাকিস্তানের

আফগানিস্তান এখন তালেবানের দখলে। গঠন হয়েছে তালেবানের অন্তর্বর্তী সরকার। এদিকে তালেবানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিশ্বকে ‘সম্পৃক্ত’ হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়িদ ইউসূফ এ আহ্বান জানান।

মুয়িদ ইউসূফ বলেন, আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে, বিশ্ব যেন অতীতের ভুলগুলো আবার না করার গুরুত্ব বুঝতে পারে।

তিনি আরও বলেন, আমাদের জন্য, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা চাওয়া অপরিহার্য, সেদিকেই আমরা মনোনিবেশ করছি। এর আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি জানিয়েছেন, তালেবান সরকার বিশ্বের যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা অন্তর্বর্তী সরকার গঠন করে। এখন গোষ্ঠীটি বিশ্ব সম্প্রদায়কে নিজেদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছে। কিন্তু কোনো দেশ এখনও তাদের স্বীকৃতি দিতে রাজি হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে