শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ০৬:৫৪:২১

তালেবানকে সহায়তা ও স্বীকৃতির ব্যাপারে যা বলল তুরস্ক

তালেবানকে সহায়তা ও স্বীকৃতির ব্যাপারে যা বলল তুরস্ক

আফগানিস্তানের মানবিক সং'কট মো'কাবেলায় তালেবানকে সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক। তবে এখনই তালেবানের অন্তর্বর্তী সরকারকে আংকারা স্বীকৃতি দিচ্ছে না। 

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত  চাভাসুগলু তালেবানের সফররত প্রতিনিধি দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর এই তথ্য জানান। তিনি বলেন,  আন্তর্জাতিক  স'ম্প্র'দায়ের কাছে আমরা তালেবানের বর্তমান সরকারের সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব তু'লে ধ'রেছি। আসলে সরকারের সঙ্গে স'ম্পৃক্ততা আর স্বীকৃতি দুইটি ভিন্ন বিষয়। 

তিনি আরও বলেন, আফগান অর্থনীতির প'তন ঠেকানো উচিত। তাই আমরা বহির্বিশ্বে আফগানিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট যেসব দেশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তাদের আমরা আরেকটু নমনীয় হওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছি।  

আফগান সরকার কর্মীদের বেতন দিতে পারে এজন্যই এই আহ্বান জানানো হয়েছে বলে জানা তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে