মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১০:৩৩:০৮

৫০০ কোটি রুপির বিশাল মানবিক সাহায্য নিয়ে আফগানিস্তানের পাশে পাকিস্তান

৫০০ কোটি রুপির বিশাল মানবিক সাহায্য নিয়ে আফগানিস্তানের পাশে পাকিস্তান

এবার পাকিস্তান আফগানিস্তানের পাশে দাঁড়াল ৫০০ কোটি রুপির বিশাল মানবিক সাহায্য নিয়ে। গত সোমবার এ বিষয়ে এক বৈঠকে এ অনুমোদন দেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এর পাশাপাশি পাকিস্তানের ভেতর দিয়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জন্য ভারতীয় খাদ্য ও অন্যান্য সহযোগিতা পরিবহনের অনুমোদন দেয়া হয়। নবগঠিত আফগানিস্তান ইন্টার মিনিস্টেরিয়াল কোঅর্ডিনেশন সেল (এআইসিসি)-এর প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, অর্থ বিষয়ক উপদেষ্টা শওকত তারিন, সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুঈদ ইউসুফ।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী এবং সামরিক কর্মকর্তারা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে অবিলম্বে ৫০০ কোটি রুপির আভ্যন্তরীণ সহায়তা পাকিস্তান থেকে পৌঁছে দিতে হবে আফগানিস্তানে। এর মধ্যে থাকবে খাদ্য সামগ্রী, বিশেষ করে ৫০ হাজার টন গম, জরুরী চিকিৎসা সামগ্রী, শীতের কম্বল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে