সোমবার, ০৬ ডিসেম্বর, ২০২১, ১২:৫৮:৪৫

অক্সিজেনের অভাবে হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর দায়ে পরিচালকের কারাদণ্ড

অক্সিজেনের অভাবে হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর দায়ে পরিচালকের কারাদণ্ড

জর্ডানে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে ১০ করোনা রোগীর মৃত্যুর দায়ে সরকারি এক হাসপাতালের পরিচালককে কারাদ'ণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। জানা গেছে, অভিযুক্ত পরিচালকের নাম আবদেল রাজাক আল-খাসম্যান। তিনিসহ তার চার সহযোগীকে তিন বছরের সা'জা দেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

চলতি বছরের মার্চে রাজধানী আম্মান থেকে ১৪ মাইল পশ্চিমে সল্ট শহরে অবস্থিত আল হোসেন আল সল্ট নিউ হাসপাতালে অক্সিজেনের অভাবে ১০ করোনা রোগীর মৃত্যু হয়। 
এ ম'র্মা'ন্তিক ঘটনায় ব্যাপক ক্ষো'ভ তৈরি হয়। সে সময় হাজারো মানুষ হাসপাতালে বাইরে জড়ো হয়ে ক্ষোভ জানান। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীও পদত্যাগ করেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে