শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২, ০১:১৫:৫৩

দোহাই লাগে আমার পা কাটবেন না, একটু পানি দিন : যুবকের আর্তনাদ

দোহাই লাগে আমার পা কাটবেন না, একটু পানি দিন : যুবকের আর্তনাদ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের রাজধানী পাটনা থেকে আসামের রাজধানী গুয়াহাটির দিকে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস নামের একটি ট্রেন গতকাল বিকাল ৫টার দিকে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ায় দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতদের অনেকের অবস্থা গুরুতর।

উদ্ধার অভিযানে দুই বগির মাঝখানে এক যুবককে দেখতে পায় উদ্ধারকারী দল। কিন্তু ওই যুবককে উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে কর্মীদের। কারণ, দুর্ঘটনায় কবলিত ট্রেনের দুই বগির লোহার দেওয়ালের সংযোগস্থলে ওই যুবক আটকে ছিল। এমন অবস্থায় থুবড়ে যাওয়া বগির দেওয়াল কাটতে গেলে যুকদের ঝুলে থাকা পা কেটে ফেলতে হবে।

সেই আলোকেই কাটা শুরু হলো বগির দেওয়াল। ঘণ্টাদেড়েক পর কাজ একটু সামনে এগোলে ওই যুবককে বলতে থাকেন ‘পা কাটবেন না, দোহাই লাগে। একটু পানি দিন।’ তার এমন আর্তনাদে এক ঘণ্টা পর পা কাটা ছাড়াই ওই যুবককে বের করা হয়। অজ্ঞান অবস্থায় তাকে পাঠানো হয় হাসপাতালে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে