রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ০১:০৭:১৪

মুসলিমদের হত্যা করার আহ্বান জানানো সেই নরসিংহানন্দ গ্রেফতার

মুসলিমদের হত্যা করার আহ্বান জানানো সেই নরসিংহানন্দ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে উত্তর ভারতের হরিদ্বারে যে ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমদের হত্যা করার আহ্বান জানানো হয়েছিল, তার অন্যতম আয়োজক যাতি নরসিংহানন্দকে শনিবার গ্রেফতার করা হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এ ঘটনায় আটক দ্বিতীয় ব্যক্তি তিনি।

বিদ্বেষমূলক ভাষণের ওই ঘটনায় প্রথমে আটক হন ধর্মান্তরিত হওয়া জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী (আগের নাম ওয়াসিম রিজভী)। হরিদ্বারে অনুষ্ঠিত ‘ধর্ম সংসদে’ (ধর্মসভা) তারা ধর্মীয় উগ্রবাদী বক্তব্য দিয়েছিলেন। গত দুই সপ্তাহে গেরুয়াধারী নরসিংহানন্দ তার সুর পাল্টেছেন। প্র

থমে বাহাদুরি করে তিনি বলেন, এক পুলিশ কর্মকর্তা তাদের পাশে থাকবেন। জিতেন্দ্র নারায়ণ গ্রেপ্তার হওয়ার পরেই আবার পুলিশকে গালমন্দ করে বলেন, ‘তোদের সবাই মরবি।’ মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধরা তথা হত্যাযজ্ঞ চালানোর আহ্বানের অভিযোগে দায়ের করা এজাহারে দশজনেরও বেশি অভিযুক্তের অন্যতম নরসিংহানন্দ। সূত্র : এনডিটিভি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে