রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ০৩:৩১:২৯

আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আবুধাবির সুউচ্চ ভবনগুলো : ইয়েমেন

আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আবুধাবির সুউচ্চ ভবনগুলো : ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক : গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত তার সাম্প্রতিক যুদ্ধ তৎপরতা বাড়ানোর জন্য কঠোর জবাব পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরা পত্রিকা। পত্রিকাটি বলেছে, আবুধাবির ভঙ্গুর কাঁচের সুউচ্চ ভবনগুলো তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং সেখানে পৌঁছানো বেশ সহজ।

গতকাল (শনিবার) পত্রিকাটিতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, গেরিলা এবং উগ্র তাকফিরিদেরকে ইয়েমেনের মারিব ও শাবওয়া প্রদেশে পাঠিয়ে বিপজ্জনক খেলায় মত্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি কয়েকটি টুইটার পোস্টেও এমন তথ্য জানিয়েছেন।

পত্রিকাটি বলেছে- “পর্যবেক্ষকরা নিশ্চিত যে, সংযুক্ত আরব আমিরাতের এই তৎপরতার জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে এবং দেশটির জনজীবন, সম্পদ এবং অর্থনীতির ক্ষতি হবে মারাত্মক। আমিরাতের এই ক্ষতি ইয়েমেনে যেমন হবে তেমনি হবে দেশটির ভেতরের তেলের স্থাপনাগুলোতে। আমিরাতের ভঙ্গুর কাচের ভবনগুলোতে পৌঁছানো খুবই সহজ।” সূত্র : পার্স টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে