সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ১০:০০:১০

বিভিন্ন দেশে কোরআন শরীফ উপহার দিলেন তুরস্কা

বিভিন্ন দেশে কোরআন শরীফ উপহার দিলেন তুরস্কা

আর্ন্তজাতকি ডস্কে : আফ্রিকার সাতটি দেশে গত বছর ২১ হাজার পবিত্র কোরআনের মাসহাফ (পাণ্ডুলিপি) উপহার দিয়েছে তুরস্কের এনজিও সংস্থা আইএইচএইচ হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন। শনিবার সংস্থাটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আইএইচএইচ জানায়, বিশ্বের অনেক দেশের শিশু শিক্ষার্থীরা ছাপা কোরআনের অভাবে তক্তা বা কাঠের ওপর আয়াতগুলো লিখে লিখে হিফজ শুরু করে। এজন্য বিগত ২০২১ সালে আফ্রিকার সাতটি দেশে অন্তত ২১ হাজার কোরআনে কারিম উপহার দেয়া হয়েছে।

যেসব দেশে কোরআনের মাসহাফ উপহার দেয়া হয়েছে, সেগুলো হলো- গিনি ও মালিতে ১৩ হাজার ৫০০ কপি, শাদে দুই হাজার নয় শ’ কপি, ঘানায় দুই হাজার কপি, নাইজার ও সুদানে দুই হাজার কপি এবং সিয়েরা লিওনে ছয় শ’ কপি। আইএইচএইচ আরো জানায়, তারা এ পর্যন্ত সারা বিশ্বে অন্তত দুই লাখ ৬৩ হাজার কোরআনের মাসহাফ উপহার দিয়েছে। সূত্র : ইয়েনি শাফাক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে