বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ০৬:২০:১৫

মোবাইল নিয়ে এবার উল্টো সুর শোনা গেল Samsung এর গলায়!

মোবাইল নিয়ে এবার উল্টো সুর শোনা গেল Samsung এর গলায়!

এমটি নিউজ ডেস্ক : প্রতিযোগিতা বাজারে টিকে থাকতে আজকাল নিত্য নতুন ঘোষণা দিচ্ছে টেক জায়েন্টগুলো। প্রতিটি মোবাইল প্রস্তুতকারী সংস্থার কাছে প্রতবেশেী দেশ ভারতের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে সামস্যাং-ও। 

একের পর এক বাজেটের ফোন বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছে কোরিয়ার এই সংস্থাটি। কিন্তু এবার উল্টো সুর শোনা গেল তাদের গলায়।

একটা সময় ছিল যখন স্মার্টফোন হিসেবে অতি পরিচিত নাম ছিল Samsung। যদিও বর্তমানে একাধিক ব্র্যান্ড বাজারে আসায় বেশ কিছুটা প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে তাদের। 

কারণ Samsung এর ফোনগুলির যা দাম সেই তুলনায় অন্য চীনা ব্র্যান্ডের একই ফিচার্সের ফোন তুলনামূলক কম দাম। এর ফলে স্মার্টফোন বিক্রিতে বেশ বেগ পেতে হচ্ছে।

এবার স্মার্টফোন তৈরি এবং ভারতে বিক্রির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। কম বাজেটের ফোন বিক্রি ভারতে পুরোপুরিভাবে বন্ধ করছে Samsung। সংস্থার তরফে এমনই জানা গেছে। 

Samsung ব্র্যান্ডের হয়ে স্মার্টফোন তৈরি করে Dixon নামে একটি সংস্থা। Samsung এর কম বাজেটের যত ফোন তৈরি করে Dixon। জানা গেছে চলতি বছরের ডিসেম্বর মাসে সর্বশেষ ব্যাচের বাজেট ফোন তৈরি করবে Dixon। এবং তারপর আর কোনও ফোন তৈরি করা হবে না।

কেন এই সিদ্ধান্ত?
যা জানা গেছে, Samsung এখন তাদের মূল লক্ষ্য থাকবে দামি ফোন প্রস্তুত। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, শুধুমাত্র 15 হাজার টাকার থেকে বেশি দামি ফোন এবার তৈরি করবে তারা। 

বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বাজারে 10000-20000 দামের মধ্যের স্মার্টফোনের বিক্রির বাড়বাড়ন্তের জেরেই এই সিদ্ধান্ত কোরিয়ান টেক সংস্থার।

এবিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে Samsung-এর তরফে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কোনও জবাব দেওয়া হয়নি। অন্যদিকে Dixon-কেও মেইল করা হলে তারা জানিয়েছে এবিষয়ে কোনও মন্তব্য করবে না তারা।

জানা গেছে, একটু বেশি দামের ফোন এবং ফ্ল্যাগশিপ ফোনগুলির মাধ্যমে ফের মাথা তুলে দাঁড়াতে চাইছে Samsung। তাদের এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানিয়েছে জুন মাসে যে ত্রৈমাসিক শেষ হবে সেখানে তাদের বৃদ্ধি অনেকটাই বাড়াতে হবে। 

বিগত বছরগুলির তুলনায় তারা অনেকটাই ভালো জায়গায় রয়েছে বলে জানা গেছে। এবার থেকে 15 হাজারের উপরে যে স্মার্টফোনগুলি বাজারে ছাড়া হবে সেগুলি সবই 5G হ্যান্ডসেট হবে। সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে