শনিবার, ২৮ মে, ২০২২, ০৯:৩৯:২৩

একেবারে কম দামে দারুণ কয়েকটি স্মার্টফোন!

একেবারে কম দামে দারুণ কয়েকটি স্মার্টফোন!

আন্তর্জাতিক ডেস্ক : যাঁরা বারবার ফোন বদলাতে থাকেন তাঁরা খুব একটা দামি ফোন কিনতে পছন্দ করেন না। তাঁরা কম দামের ফোন ব্যবহার করেন। এই প্রতিবেদনে এমন কয়েকটি ফোনের সন্ধান পাওয়া যাবে যার মাধ্যমে আপনি একেবারে কম দামে কিনতে পারবেন।

পছন্দের মোবাইল কেনার দিকে ঝোঁক সকলের। এমন একটি মোবাইলের খোঁজ করেন সকলে যার মাধ্যমে গেমিং এর অভিজ্ঞতা যেন ভালো হয়। অন্যদিকে বর্তমানে বিনোদনের জন্য সবথেকে সুবিদাজনক ডিভাইস হল মোবাইল। 

কারণ মোবাইলের মাধ্যমে হাই রেজুলেশন ছবি বা ভিডিয়ো দেখা সম্ভব। কিন্তু অনেকের সাধ থাকলেও সাধ্য থাকে না। কারণ অনেকের বাজেট থাকে অনেক কম। 

সেক্ষেত্রে অনেকেই বাজেটের মধ্যে ফোনের খোঁজ করেন। এই প্রতিবেদনের মধ্যে এমন কিছু ফোনের সন্ধান পাবেন যেগুলির দাম 5000 টাকারও কম। কম দাম হলেও দীর্ঘদিন ধরে চলবে নতুন এই ফোন।

​Samsung Galaxy M01 Core: এই ফোনটিতে এন্ট্রি লেভেল স্পেশিফিকেশন দেওয়া হয়েছে। ফোনে রয়েছে 16GB ইন্টারন্যাল স্টোরেজ, 1GB RAM, সিঙ্গল রিয়ার ক্যামেরা, ব্লুটুথ 5.0 ফিচার সহ একাধিক সুবিধা। 

যাঁরা এই প্রথম ফিচার ফোন থেকে স্মার্টফোন ব্যবহার করছেন তাঁদের জন্য এই ফোনটি আদর্শ। ফোনে রয়েছে 5.3 ইঞ্চি ডিসপ্লে। সেলফির জন্য রয়েছে 5MP ক্যামেরা। 3000mAh ব্যাটারি।

​ThL 5000: খুব একটা পরিচিত নাম না হলেও এই ফোনটির স্পেশিফিকেশন যথেষ্ট ভালো। ফোনে রয়েছে 13MP প্রাইমারি ক্যামেরা, LED ফ্ল্যাশ এবং 5MP ফ্রন্ট ক্যামেরা। 

5000 mAh ব্যাটারির সুবিধা রয়েছে। 5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটিতে। ফোনের দাম রাখা হয়েছে 4,500 টাকা।

​I Kall K210: আপডেটেড ডিজাইনের এই ফোনটির দাম 4299 টাকা। এই ফোনেও রয়েছে 5MP ক্যামেরা। এবং সেলফির জন্যও দেওয়া হয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। Quad Core 1.3 GHz এর প্রসেসর রয়েছে ফোনটিতে। এছাড়াও 2GB RAM থাকছে। 4G সাপোর্ট করবে ফোনটি।

​LAVA Z41: 5.0 ইঞ্চির ফোনটির দামও 5000 টাকার নীচে। ফোনটিতে 1GB RAM দেওয়া হয়েছে। 1.4GHz প্রসেসর থাকছে ফোনটিতে। ফোনটিতে দেওয়া হয়েছে 5MP রিয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে দেওযা হয়েছে 2MP ফ্রন্ট ক্যামেরা থাকছে। ফোনটির দাম 4,799 টাকা।

XOLO Era 4X: 8MP-র রিয়ার ক্যামেরার এই ফোনটির দাম রাখা হয়েছে 4444 টাকা। এছাড়াও থাকছে 5MP ফ্রন্ট ক্যামেরা। 1GB RAM-ও দেওয়া হয়েছ। 3000 mAh এর একটি ব্যাটারি দেওয়া দেওয়া হয়েছে ফোনটিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে