সোমবার, ২০ জুন, ২০২২, ১০:৪৮:৪৮

এবার মুসলিম মেয়েদের বিয়ের বয়স নিয়ে যে রায় দিল ভারতীয় হাইকোর্ট

এবার মুসলিম মেয়েদের বিয়ের বয়স নিয়ে যে রায় দিল ভারতীয় হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি আদালত বলছে, ১৬ বছরের বেশি বয়সী কোনো মুসলিম মেয়ে তার পছন্দের ব্যক্তির সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়াতেই পারেন।

দেশটির গণমাধ্যম জানায়, সোমবার (২০ জুন) একটি মামলার প্রেক্ষিতে এমনই রায় দিয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

সম্প্রতি পাঠানকোটে ২১ বছরের এক যুবক এবং ১৬ বছরের একটি মেয়ে পরিবারের অমতে বিয়ে করেন। কিন্তু পরিবার তাদের আলাদা করতে চাইছে, এই অভিযোগ এনে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি।

সোমবার এ মামলার শুনানি হয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। বিচারপতি যশজিৎ সিং বেদি বলেন, ‘আবেদনকারীরা শুধু তাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছেন বলে ভারতীয় সংবিধান বর্ণিত মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা যায় না।’

এর পর বিচারপতি বেদি শরিয়া আইন উল্লেখ করে বলেন, একজন মুসলিম মেয়ের বিয়ে ‘মুসলমান ব্যক্তিগত আইন’ দ্বারা নিয়ন্ত্রিত হয়।

আরও জানান, স্যার দিনশাহ ফারদুনজি মোল্লার ‘প্রিন্সিপলস্‌ অব মোহামেডান ল’ বইয়ের ১৯৫ অনুচ্ছেদ অনুসারে, ১৬ বছরের বেশি বয়সী মেয়ে তার পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে পারে। আর পাত্রের বয়সও যেহেতু ২১ বছরের বেশি, তাই এই বিয়েতে কোনো বাধা থাকতে পারে না। এর পর বিচারপতি ওই দম্পতির নিরাপত্তার ভার দেন পাঠানকোট পুলিশ প্রশাসনকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে