মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ০৬:১৮:২২

রঙিন মাছ চাষের ব্যবসায় নতুন দিশা দেখাচ্ছেন দুই যুবক

রঙিন মাছ চাষের ব্যবসায় নতুন দিশা দেখাচ্ছেন দুই যুবক

আন্তর্জাতিক ডেস্ক: শখ মেটানোর পাশাপাশি সৌন্দর্যায়নের জন্য বহু বাড়ির অন্দরেই থাকে অ্যাকোরিয়াম। জলের মধ্যে খেলে বেড়ায় বিভিন্ন প্রকৃতির রঙিন ছোট বড় মাছ। লাল, নীল, সবুজের মেলা বসতে দেখা যায় জলের অতলে। আবার রঙিন মাছ অনেকেই শখ করে বাড়িতে চাষও করে থাকেন। 

বর্তমানে সাধারণ মাছ চাষের পাশাপাশি প্রযুক্তিগত ভাবে রঙিন মাছ চাষ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। ব্যবসা অনেকটাই লাভজনক। সেই ব্যবসায় স্বাবলম্বী পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার দুই যুবক। রঙিন মাছ চাষের ব্যবসায় নতুন দিশা দেখাচ্ছে এই দুই যুবক।

ইতিমধ্যে উলুবেড়িয়া ১ নং ব্লকের ছোট আমশার বাসিন্দা রাজু মন্ডল ও নবকুমার মন্ডল নিজেদের বাড়িতে রঙিন মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তাদের চাষ করা রঙিন মাছ রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও পাড়ি দিচ্ছে।

উলুবেড়িয়ার ছোট আমশা গ্রামের রাজু মণ্ডল ও নবকুমার মণ্ডল দীর্ঘ ১০ বছর ধরে এই রঙিন মাছ চাষ করছেন। বাড়ির লাগোয়া জমিতে এক বিঘা চৌবাচ্চা এবং আট বিঘা ভেড়িতে বিভিন্ন প্রজাতির রঙিন মাছের চাষ হচ্ছে। 

রেড কাপ, মিল্কি কাপ, গোল্ড ফিস, ওরেন্ডা, লিচু, ডায়মন্ড, এ্যাঞ্জেল সহ বিভিন্ন প্রজাতির রঙিন মাছ চাষ করে ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার এসেছে দুই ভাইয়ের ঝুলিতে। তবে এই মাছের ব্যবসা করে লাভের মুখ দেখার সুযোগ কতোটা? 

রাজু মন্ডল বলেন, "মূলত ভেড়িতে মাছ চাষের জন্য আগে থেকে খোল, চুন, ইউরিয়া দিয়ে জল তৈরি করতে হয়। একমাস পর সেই জলে মাছ চাষ করা হয়। তবে চৌবাচ্চার ক্ষেত্রে এটার প্রয়োজন হয় না। জলের রঙ সবুজ হয়ে গেলে জল পালটানোর প্রয়োজন পড়ে।"

তিনি বলেন, "বিভিন্ন সাইজের উপর মাছের দাম নির্ধারণ হয়। যেমন এক ইঞ্চি থেকে ২ ইঞ্চি-র গোল্ড ফিস সাত টাকা করে প্রতি পিস বিক্রি হয়, সেইরকম চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি-র গোল্ড ফিস বিক্রি হয় ৯০ থেকে ১০০ টাকায়। আবার কাপ জাতীয় মাছ পাঁচ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হয়।'' 

রাজু আরও বলেন, ''হাওড়া ছাড়াও শিলিগুড়ি, ওডিশায় চাষ করা মাছ পাঠানো হয়। আর এইসব জায়গা থেকে রঙিন মাছ দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাইতে পৌঁছে যায়। সেভাবে আর্থিক সহায়তা না থাকায় ব্যাবসা বৃদ্ধি করতে পারছি না।" সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে