বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ০২:৫৯:২৩

অবিশ্বাস্য অফার! ২৭০০০ টাকার 5G ফোন মাত্র ৭০০০ টাকায়!

অবিশ্বাস্য অফার! ২৭০০০ টাকার 5G ফোন মাত্র ৭০০০ টাকায়!

এমটি নিউজ ডেস্ক : অবিশ্বাস্য অফার! ২৭০০০ টাকার 5G ফোন মাত্র ৭০০০ টাকায়! শীঘ্রই ভারতে 5G স্পেকটার্ম নিলাম অনুষ্ঠিত হবে। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে 5G পরিষেবা শুরু হয়ে যাবে। 

এই কারণে 5G ফোনের চাহিদা দিন দিন বাড়ছে। অনেকেই নতুন ফোন কেনার আগে সেই ডিভাইসে 5G সাপোর্ট রয়েছে কিনা নিশ্চিত করছেন। সম্প্রতি Realme -র একটি 5G স্মার্টফোন অবিশ্বাস্য কম দামে বিক্রি শুরু হয়েছে। 

ফ্লিপকার্ট সেলে (Flipkart Electronic Sale) এই ফোনে মিলছে বিপুল ছাড়। মাত্র 7,000 টাকা খরচ করেই এই ফোন কিনে নিতে পারবেন। 23 জুন থেকে 26 জুন এই অফার চলবে। কী ভাবে এই অফারের সুবিধা পাবেন? দেখে নিন:

Realme 9 Pro + 5G: অফার: Realme 9 Pro + 5G-এর দাম 27,999 টাকা। অফারে 8GB RAM + 128GB স্টোরেজে Realme 9 Pro + 5G কিনতে খরচ হবে 24,999 টাকা। যদিও এই ফোনে রয়েছে একগুচ্ছ ব্যাঙ্ক অফার। এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করে এই 5G ফোন কিনলে অতিরিক্ত ছাড় দিচ্ছে Flipkart। সব অফার একত্রিত করলে 10,000 টাকার কম খরচে এই ফোন কিনতে পারবেন।

Realme 9 Pro + 5G: ক্রেডিট, ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 6,000 টাকা ছাড় পাবেন। SBI Card ব্যবহার করে লেনদেন করলে এই ফোনের দাম কমে হবে 19,999 টাকা। এর উপরে থাকছে এক্সচেঞ্জ অফার। যা এই ফোনের দাম আরও কমিয়ে দেবে।

পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Realme 9 Pro + 5G কিনলে অতিরিক্ত 12,500 টাকা পর্যন্ত ছাড় মিলবে।

Realme 9 Pro + 5G: স্পেসিফিকেশন: চলতি বছরেই ভারতে লঞ্চ হয়েছিল Realme 9 Pro + 5G। এই ফোনে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Realme UI 3.0 স্কিন। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHS+ Super AMOLED 90Hz ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Dimensity 920 চিপসেট। সঙ্গে রয়েছে 8GB RAM ও 256GB স্টোরেজ।

Realme 9 Pro + 5G ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। সঙ্গে থাকছে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2MP ম্যাক্রো লেন্স। সেলফি তোলার জন্য থাকছে 16 MP ক্যামেরা।

এই ফোনে 256GB UFS 2.1 স্টোরেজ দিয়েছে Realme। কানেক্টিভিটির জন্য থাকছে 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth 5.2, GPS/ A-GPS, USB Type-C পোর্ট ও একটি 3.5mm হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,500 mAh ব্যাটারি। সঙ্গে পাবেন 60W ফাস্ট চার্জ সাপোর্ট। - এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে