বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ০৫:৫৭:৫৫

হ্যাঁ এটা রাস্তা, তাও আবার জাতীয় সড়ক!

হ্যাঁ এটা রাস্তা, তাও আবার জাতীয় সড়ক!

আন্তর্জাতিক ডেস্ক: খানাখন্দে ভরা রাস্তা যেন এ অঞ্চলের চেনা ছবি, তা সে রাজ্য সড়ক হাক বা জাতীয় সড়ক কিন্তু রাস্তায় যতদূর চোখ যায়, ততদূর বিশাল বিশাল গর্তের ছবি বিরল। তবে এবার সেই ধারণা বদল দেবে ভারতের বিহারের একটি রাস্তার ছবি। 

আর সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাস্তাটি হল বিহারের মধুবনী জেলার মধ্য দিয়ে যাওয়া ২২৭ নম্বর জাতীয় সড়ক। রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে দৈনিক প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের।

দৈনিক ভাস্কর পত্রিকার সাংবাদিক প্রবীণ ঠাকুরের তোলা ভিডিওতে সেই রাস্তার জীর্ণ দশার ছবি প্রকাশ পেয়েছে। দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে এই রাজ্য সড়কটি সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাস্তা মেরামতের জন্য এ পর্যন্ত তিনবার দরপত্র আহ্বান করা হলেও সব ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে কেটে পড়েছেন। 

দুই সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বলেছিলেন যে বিহারের সড়কগুলি ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো হবে। এদিকে, খানাখন্দে ভরা রাস্তার ছবি প্রকাশ পেতেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে একহাত নিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। 

রাস্তার ভিডিও পোস্ট করে তিনি টুইটে লিখেছেন, বিহারের রাস্তাগুলির অবস্থা নব্বইয়ের দশকের জঙ্গলরাজের কথা মনে করিয়ে দেয়। এটি বিহারের মধুবনী জেলার ২২৭ এল নম্বর জাতীয় সড়ক। সম্প্রতি, নীতীশ কুমার জি একটি অনুষ্ঠানে সড়ক নির্মাণ বিভাগের লোকদের বিহারের রাস্তাগুলির ভাল অবস্থা সম্পর্কে সবাইকে জানানোর জন্য বলেছিলেন।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে