সোমবার, ২৭ জুন, ২০২২, ১২:২৮:৫৮

১০ মাস নদীর পানিতে পড়ে থেকেও সত্যি কি সচল ছিল আইফোন?

১০ মাস নদীর পানিতে পড়ে থেকেও সত্যি কি সচল ছিল আইফোন?

আন্তর্জাতিক ডেস্ক : দশ মাস আগে নদীতে হারিয়ে যাওয়া আইফোন ফিরে পেলেন ফোনের মালিক। এই ঘটনার সবচেয়ে আশ্চর্যজনক দিক হল পানিতে থেকেও ফোনটি পুরোপুরি ঠিক ছিল। নষ্ট হয়নি। 

এমন অপ্রত্যাশিত ঘটনায় বিস্মিত হয়ে গেছেন ফোনের মালিক লন্ডন নিবাসী ওয়েন ডেভিস। এমনটিই দাবি করেছেন ফোনের মালিক ডেভিস ও তা উদ্ধারকারী মিগুয়েল পাচেকো।

ব্রিটেনভিত্তিক গণমাধ্যম ‘মেট্রো ইউকে’ এর প্রতিবেদনে এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালের আগস্ট মাসে লন্ডনে গ্লুচেস্টারশায়ারের সিন্ডারফোর্ডের কাছে ওয়াই নদীর ধারে একটি ব্যাচেলর পার্টি চলছিল। সে সময় অসাবধানতাবশত ডেভিসের হাত থেকে আইফোনটি নদীতে পড়ে যায়। 

খরস্রোতা নদীতে ফোন পড়ে যাওয়ায় তা ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দেন তিনি। তবে আইফোন হারানোর শোক তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না। হঠাৎ করেই ফেসবুক পোস্ট থেকে তিনি তার ফোনের খোঁজ পান।

মিগুয়েল পাচেকো নামে লন্ডন অধিবাসী আরও এক ব্যক্তি ওয়াই নদী থেকে দশ মাস আগের হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পান। এত দিন পানির নীচে থাকায় ফোনটি বন্ধ হয়ে গিয়েছিল। মিগুয়েল নামক ওই ব্যক্তি ফোনটি মুছে রোদে শুকাতে দেন। 

ফোনটি চালু হলে সেখান থেকেই ফোন মালিকের খোঁজ পান মিগুয়েল। তারপরই তিনি নিজের ফেসবুকের পাতায় পুরো ঘটনাটি বর্ণনা করেন। মিগুয়েলের এই পোস্ট চার হাজার জনের কাছে পৌঁছায়। বন্ধুদের মাধ্যমে এই খবরটি ডেভিসের কাছে পৌঁছায়। আর সেই থেকেই হারানো ফোন ফিরে পান ডেভিস। 

তবে সত্যি দীর্ঘ ১০ মাস নদীর পানিতে পড়ে থাকার পরও ওই আইফোনটি সচল ছিল কিনা, সে বিষয়ে প্রতিবেদনটি নির্ভরযোগ্য ফোনের উদ্ধারকারী পাচেকোর সাক্ষাৎকারও রয়েছে তাতে।

পাচেকো তাতে স্বীকার করেন, “আমি ভাবিনি এটি ভাল থাকবে। কেননা, এটি পানিতে পূর্ণ ছিল।” “কিন্তু আমি এটিকে শুকানোর জন্য আমার যথাসাধ্য করেছি। কারণ এতে সংবেদনশীল জিনিসও থাকতে পারে।

“আমি জানি আমার ফোন হারিয়ে গেলে, তাতে আমার বাচ্চাদের অনেক ছবি আছে, সেটা আমি ফেরত পেতে চাইব। “ফোনটি শুকানোর পর আমি সকালে এটি চার্জে রেখেছিলাম, এবং আমি বিশ্বাস করতে পারিনি যে এটি এখনও কাজ করেছে,” বলেন পাচেকো। সূত্র: মেট্রো ইউকে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে