শনিবার, ০৬ আগস্ট, ২০২২, ০১:৪৩:৩৫

৬৫০ ফুট গভীর গর্ত নিয়ে উত্তাল নেটদুনিয়া, হতবাক বিজ্ঞানীরা

৬৫০ ফুট গভীর গর্ত নিয়ে উত্তাল নেটদুনিয়া, হতবাক বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক : ৬৫০ ফুট গভীর গর্ত নিয়ে উত্তাল গোটা নেটদুনিয়া। শনিবার চিলিতে আচমকা 650 ফুট গভীর এবং 82 ফুট প্রস্থের সেই বিশাল গর্ত তৈরি হওয়ার জন্য আলোড়নের সৃষ্টি হয়েছে। 

জানা গিয়েছে যে সেটি একটি তামার খনির সঙ্গে যুক্ত। যেখানে সেই গর্তটি তৈরি হয়েছে সেটি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত। সেই বিশাল গর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়। বিজ্ঞানীরাও হতবাক এমন একটি গর্ত দেখে।

ইউটিউবে ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখো গেছে, সেই গর্তের গভীরতা 650 ফুট (200 মিটার) এবং প্রস্থ 82 ফুট (25 মিটার)। সেটি একটি তামার খনির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। যেখানে সেই গর্তটি তৈরি করা হয়েছে, সেটি চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত। সোমবার চিলি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

‘রয়টার্স’-এর প্রতিবেদন অনুযায়ী, চিলির উত্তরে তিয়েরা আমারিলা টাউনে (কোপিয়াপো প্রদেশ) আচমকা সেই বিশাল গর্তটি তৈরি হয়েছে। যেখানে সেই গর্ত তৈরি হয়েছে সেটি ‘লুন্ডিন মাইনিং’ নামের কানাডার একটি কোম্পানির অধীনে। 

সেই গর্তের কাছেই রয়েছে বিশাল ‘আলকাপারোসা খনি’। ‘লন্ডন মাইনিং’ তাদের বিবৃতিতে বলেছে- সেই গর্তের কারণে কোনও ধরনের প্রাণহানি হয়নি। ‘লুন্ডিন মাইনিং’ 80% জমির মালিক। বাকিটা জাপানের সুমিতোমো কর্পোরেশনের অধীনে।

ন্যাশনাল সার্ভিস অফ জিওলজি অ্যান্ড মাইনিং (সারনাজিওমিন) এর পরিচালক ডেভিড মন্টেনিগ্রো এক বিবৃতিতে জানিয়েছেন যে, তিনি ওই এলাকায় একজন বিশেষজ্ঞ পাঠিয়েছেন। অপি গর্তের তলদেশে কোনও উপাদান পাওয়া যায়নি। কিন্তু, প্রচুর পরিমাণে জল রয়েছে। 

সেই গর্তটি কী ভাবে তৈরি হলো, সেরকম কোনো সরকারি তথ্য এখনও পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তারা জানান, সেই গর্ত এখনও বাড়ছে। এক নজরে দেখে নিন ভাইরাল সেই ভিডিয়ো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে