সোমবার, ০৮ আগস্ট, ২০২২, ০৬:৩৫:৫৯

মার্কিন গাড়ি ফোর্ডের প্ল্যান্ট কিনে নিচ্ছে টাটা মোটরস

মার্কিন গাড়ি ফোর্ডের প্ল্যান্ট কিনে নিচ্ছে টাটা মোটরস

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন গাড়ি কোম্পানি ফোর্ডের প্ল্যান্ট কিনে নিচ্ছে ভারতের টাটা মোটরস। মূলত নিজেদের গাড়ির উৎপাদন বাড়াতেই ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ফোর্ড কোম্পানির এই প্ল্যান্টটি ৮৭১ কোটি ২০ লাখ টাকায় (৭২৬ কোটি রুপি) টাটা কিনে নিচ্ছে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। ফোর্ডের কাছ থেকে প্ল্যান্টটি কিনে নেওয়ার পর তাতে নিজেদের নতুন প্রকল্প বৈদ্যুতিক গাড়ি নির্মাণের কাজ শুরু করবে টাটা মোটরস। দুই কোম্পানির মধ্যে এ বিষয়ক চুক্তি অনুযায়ী, ভারতে ফোর্ডের প্ল্যান্টটির জমি, যন্ত্রপাতি ও যোগ্য কর্মীদের অধিগ্রহণ করবে টাটা।

গত ২০ বছরের বেশি সময় ধরে ফোর্ড ভারতে মুনাফা না করতে পারায় উৎপাদন বন্ধ রেখেছে। তার মধ্যে গত ১০ বছরে ভারতে ফোর্ড প্রায় ২০০ কোটি ডলার লোকসান করেছে। এর আগে ২০০৮ সালে যুক্তরাজ্যে টাটা মোটরস জাগুয়ার ও ল্যান্ড রোভার কিনে নেয়।

গত সেপ্টেম্বরে এক বিবৃতিতে ফোর্ড কোম্পানি জানিয়েছিল, তারা ভারতে গাড়ি উৎপাদন বন্ধ করতে যাচ্ছে। তাদের এই সিদ্ধান্তে ৪ হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে বলেও জানানো হয়েছিল। টাটা মোটরসের পক্ষ থেকে এক বিৃবতিতে লা হয়, 'এই চুক্তি সময়োপযোগী। এখানে সব পক্ষই লাভবান হবে।'

ভারতে বিদেশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো কঠিন সময় পার করছে। মার্কিন প্রতিষ্ঠান জেনারেল মোটরস, জার্মানির ভক্সওয়াগনের ম্যান ট্রাকস ও বিশ্ববিখ্যাত মোটরসাইকেল নির্মাতা হার্লি ডেভিডসন সম্প্রতি ভারতে উৎপাদন বন্ধ করেছে।

চাহিদা না থাকায় চলতি বছরের শুরুতে জাপানের অন্যতম শীর্ষ অটোমোবাইল প্রতিষ্ঠান নিশান তাদের 'দাতসুন' ব্র্যান্ডের গাড়ি ভারতের বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা দেয়। সেই তালিকায় এখন ফোর্ডের নাম যুক্ত হলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে