শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০৫:২৫:০০

গলা সমান পানিতে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন, ভাইরাল সাংবাদিক

গলা সমান পানিতে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন, ভাইরাল সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক: কখনও কখনও প্রতিযোগিতা খুব বেশি হলে আপনাকে এমন কিছু করতে হয়, যা আগে কেউ করেনি। তাতে আপনি একটু আলাদা হন এবং নজরে পড়েন। দেখে মনে হচ্ছে এই পাকিস্তানি সাংবাদিক বিষয়টিকে একটু বেশি গুরুত্ব সহকারে নিয়েছেন।

আজদার হোসেন নামে এই সাংবাদিক গলা সমান পানিতে অস্বস্তি বোধ করছেন এবং ভিডিওতে তিনি এই সত্যটি সম্পর্কে বলছেন যে সিন্ধু নদীতে পানির উচ্চতা বৃদ্ধির কারণে পাঞ্জাব অঞ্চলের কৃষিজমি তলিয়ে যাচ্ছে। গলা সমান পানিতে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন, ভাইরাল সাংবাদিক।

সম্প্রতি এক বেসরকারি সংবাদ মাধ্যম তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি শেয়ার করেছে এবং শিরোনামে লেখা রয়েছে, ‘বন্যার পানিতে পাকিস্তানি সাংবাদিক! তার দায়িত্ব পালনের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে।’

এখন প্রশ্ন, কেন? আমরা জানি যে পাকিস্তানের বেশ কিছু জায়গা জায়গা পানির তলায়। এই লোকটি কীভাবে নিজেকে পানিতে ডুবিয়ে পাঞ্জাবের পরিস্থিতিকে সাহায্য করেছিল, আমাদের কোনও ধারণা নেই। এটি শুধু নিরর্থকই নয়, এটি অত্যন্ত বিপজ্জনকও বটে। অনেকে আবার এই প্রতিবেদকের সৎ সাংবাদিকতার দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে