রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৬:০৩:২২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ রবিবার আবারও ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ট্রেনের বগি লানচ্যুত, ভবন ধসসহ পাহাড়ের রাস্তায় ছয় শতাধিক মানুষ আটকা পড়ার খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।

তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে, ধসে পড়া একটি ভবন থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে।

এছাড়া একটি ক্ষতিগ্রস্ত সেতু থেকে তিনজন গাড়ি নিয়ে পড়ে গেলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
তাইওয়ানের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনের প্ল্যাটফর্মের ছাউনির কিছু অংশ ধসে পড়েছে এবং ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া প্রায় ছয় শতাধিক মানুষ চিক এবং লিউশিশি পাহাড়ী এলাকার রাস্তায় আটকা পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তাগুলো পুনরায় চালু করার জন্য কাজ চলছে এবং সেখানে কেউ আহত হয়নি।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ রবিবারের ভূমিকম্পটি ৭ দশমিক ২ মাত্রার পরিমাপ করেছে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। অন্য দিকে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পের পর তাইওয়ানের জন্য সতর্কতা জারি করলেও পরে তা তুলে নেয়। এবং জাপানের আবহাওয়া সংস্থাও ওকিনাওয়া অংশে সুনামির সতর্কতা তুলে নিয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় একই এলাকায় একটি ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল, যাতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুরো তাইওয়ান জুড়ে ভূমিকম্প অনুভূত হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো।

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল এবং ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজার জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল। সূত্র : রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে