বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৩:০৯

চীনে ভূমিকম্পের ১৭ দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

চীনে ভূমিকম্পের ১৭ দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে নিখোঁজের ১৭ দিন পর পাহাড় থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় গ্রামবাসী তাকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করেন। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর দেশটির সিচুয়ান প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯৩ জন নিহত ও আরও চার শতাধিক আহত হন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিচুয়ানের জলবিদ্যুৎ কেন্দ্রে কর্তব্যরত ছিলেন গ্যান ইউ নামের ওই ব্যক্তি।

ভূমিকম্পের সময় অন্যদের সাহায্য করার জন্য সেখানে ছিলেন তিনি। কিন্তু চশমা হারিয়ে যাওয়ায় উঁচুনিচু পাহাড়ি এলাকা দিয়ে নিরাপদ স্থানে যেতে অনেক চড়াই-উৎড়াই পোহাতে হয় তাকে। বুধবার স্থানীয় একজন গ্রামবাসী ভূমিকম্পের ১৭ দিন পর তাকে পাহাড়ের এক স্থানে দেখতে পান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে