রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩৫:১২

শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া!

 শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে সামরিক মহড়া চালানোর আগেই শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ রবিবার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রটি তাইচন এলাকা থেকে সকাল ৭টার দিকে উৎক্ষেপণ করা হয়। এক বিবৃতিতে এ দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

আলজাজিরা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি কী ধরনের ছিল এবং কতদূর পর্যন্ত পৌঁছায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করতে পারেনি সিউল। তবে সিএনএন জানিয়েছে, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, টোকিও অনুমান করেছে যে- ক্ষেপণাস্ত্রটি উচ্চতায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। এটি জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের বাইরে পড়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিনি উদ্বেগ জানিয়ে বলেছেন, যদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকে, তাহলে এটি ১৯তম উৎক্ষেপণ। পিয়ংইয়ংয়ের এমন আচরণ আমাদের দেশ, অঞ্চল এবং বিশ্ব সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।  

ইতো মধ্যেই বেইজিংয়ে নিযুক্ত উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছে জাপান। উত্তর কোরিয়া এমন এক সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করল, যখন যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছে মার্কিন বিমান রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান। শিগগিরই সিউল-ওয়াশিংটনের মহড়া শুরু হতে যাচ্ছে। চলতি সপ্তাহে সিউল সফরের পরিকল্পনা রয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। সূত্র: আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে