মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৩৯:৩২

অর্থ নয়, কাজের মধ্যে খুশি খুঁজুন: গুগল সিইও

অর্থ নয়, কাজের মধ্যে খুশি খুঁজুন: গুগল সিইও

আন্তর্জাতিক ডেস্ক: কর্মীদের ভ্রমণ এবং বিনোদনের খরচ এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে গুগল। নতুন অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারেও প্রত্যাশার থেকে কম আয় হয়েছে এই বহুজাতিক সংস্থার। সে কারণেই এই বাজেট ছাঁটাই। কিন্তু এই সিদ্ধান্ত আদৌ ভাল ভাবে নেননি গুগলের কর্মীরা। 

তারা এ বিষয়ে সদুত্তর চেয়েছেন সিইও সুন্দর পিচাইয়ের কাছে। এতে উল্টে পিচাই তাদের বলেছেন, টাকা আর সুযোগ সুবিধাই সবকিছু নয়। তা নিয়ে মাথা খারাপ না করে কর্মীদের উচিত অর্থ নয়, কাজের মধ্যে খুশি খুঁজে নেওয়া। 

সিএনবিসি-র রিপোর্ট বলছে, অতিমা'রির সময়ে রেকর্ড অর্থ লাভ করা সত্ত্বেও ভ্রমণ এবং অবসর যাপনের বাজেট কেন কমানো হল, তা নিয়ে সুন্দর পিচাইয়ের জবাব চেয়েছেন গুগলের কর্মীরা। 

উত্তরে পিচাই বলেন, ‘কীভাবে বলব? আপনারা হয়তো সবাই খবরগুলো পড়েছেন। গত এক দশকে যে কঠিনতম অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে চলেছি, তার কারণেই আরেকটু বেশি দায়িত্বশীল হতে হচ্ছে। আমি মনে করি, কোম্পানি হিসেবে এই সময় আমাদের একসঙ্গে কাজ করে এই মুহূর্তগুলো পার করতে হবে।’

এর পরেই ভারতীয় বংশোদ্ভূত গুগল সিইও কর্মীদের মনে করিয়ে দেন, সবসময় অর্থই আনন্দের সমার্থক নয়। তিনি বলেন, ‘আমার মনে আছে গুগল একসময় ছোট এবং অবিন্যস্ত ছিল। আমাদের সবসময় টাকাকে আনন্দের সমান গণ্য করা উচিত না।’

সুন্দর পিচাই বলেন, ‘আমার মনে হয় আপনারা কোনও কঠিন পরিশ্রম করা স্টার্ট আপ সংস্থায় গিয়ে দেখতে পারেন। সেখানে হয়তো লোকজন আনন্দ করছে এবং আনন্দকে টাকার সমান গণ্য করা উচিত না।’  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে