বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৩৭:৩৯

ভারতে ঘুরতে যাওয়া নাগরিকদের কানাডার ‘সতর্কবার্তা’

ভারতে ঘুরতে যাওয়া নাগরিকদের কানাডার ‘সতর্কবার্তা’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ঘুরতে যাওয়া কানাডার নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করল কানাডার জাস্টিন ট্রুডোর সরকার। গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থানের মতো পাক সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে দূরে থাকতে বলা হয়েছে কানাডার নাগরিকদের।

‘ল্যান্ডমাইনের সম্ভাব্য উপস্থিতি এবং অপ্রত্যাশিত নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সতর্কবার্তা জারি করা হয়েছে বলে জানিয়েছে কানাডা। এদিকে কানাডার এই ‘তালিকায়’ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ নেই।

উত্তরপূর্বের আসাম এবং মণিপুরে যাওয়ার ক্ষেত্রেও নাগরিকদের সতর্ক করেছে কানাডা সরকার। বিচ্ছিনতাবাদী কার্যকলাপের কারণ দেখিয়ে এই দুই রাজ্য থেকে দূরে থাকতে বলা হয়েছে নাগরিকদের। 

পর্যটকদের উদ্দেশে কানাডার সতর্কবার্তা, ‘অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা পরিস্থিতি এবং ল্যান্ডমাইনের উপস্থিতির কারণে নিম্নলিখিত রাজ্যগুলিতে পাকিস্তানের সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে থাকা কোনও এলাকায় সমস্ত ভ্রমণ এড়িয়ে চলুন: গুজরাট, পাঞ্জাব, রাজস্থান।’ 

এদিকে ২৭ সেপ্টেম্বর প্রকাশিত এই বার্তায় কানাডা বলেছে, ‘ভারতের সর্বত্রই জ'ঙ্গি হা'ম'লার আ'শ'ঙ্কা রয়েছে। তাই ভারতের যেখানেই যাবেন সাবধানে থাকবেন।’ এর আগে গত ২৩ সেপ্টেম্বর কানাডায় থাকা ভারতীয়দের উদ্দেশে ‘সতর্কবার্তা’ জারি করেছিল দিল্লি। 

ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধির জেরেই এই সতর্কবার্তা জারি করা হয়েছিল। কানাডার সাম্প্রতিক কিছু ঘটনার উদাহরণ তুলে ধরা হয় ভারতের বিদেশ মন্ত্রনালয়ের তরফে। কানাডা সরকারকে এই ঘটনাগুলির তদন্ত করার আবেদনও জানানো হয় ভারতের তরফে। 

এদিকে কানাডায় পড়াশোনা করা ভারতীয় নাগরিক এবং শিক্ষার্থীদের অটোয়াতে ভারতীয় হাইকমিশন এথবা টরন্টো এবং ভ্যাঙ্কুভারের ভারতীয় কনস্যুলেট জেনারেল বা MADAD পোর্টালে নিজেদের নাম নিবন্ধন করার পরামর্শ দেওয়া হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে