শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ০২:৫০:২২

মহিলা নেত্রীকে 'আদর' করে বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী

মহিলা নেত্রীকে 'আদর' করে বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: দেখতে দেখতে দুইমাস পেরিয়ে গিয়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র। এই কর্মসূচির শুরু থেকেই কংগ্রেসকে বিজেপির রাজনৈতিক বিরোধিতা সামলাতে হচ্ছে। বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লাগাতার কটাক্ষ করতে দেখা গিয়েছে বিজেপিকে। 

এবার মহিলা নেত্রীকে 'আদর' করে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাজস্থানের কংগ্রেস বিধায়ক দিব্যা মদের্নার সঙ্গে রাহুলের একটি ছবিকে ঘিরেও একই ভাবে খোঁচা দিতে চেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু পালটা জবাব ছুঁড়ে দিলেন দিব্যা। যা নিয়ে শোরগোল নেটপাড়ায়।

কী দেখা গিয়েছে ওই ছবিতে? আসলে ছবিতে রাজস্থানে ভারত জোড়ো যাত্রা চলাকালীন রাহুলকে দিব্যার কপালে 'আদর' করতে দেখা গিয়েছে। এই ছবিটি শেয়ার করেছিলেন দিব্যা নিজেই। সেই পোস্টে তিনি বিজেপিকে আক্রমণ করেছিলেন। এরপরই হরিয়ানার বিজেপি আইটি সেলের প্রধান অরুণ যাদব ছবিটি টুইট করে বিতর্ককে নয়া মাত্রা দেন। 

তিনি ছবিটির ক্যাপশন কী হতে পারে তা জানতে চেয়ে কার্যত খোঁচাই দেন কংগ্রেস শিবিরকে। তাকে জবাব দেন দিব্যা। একটি নয়, ৭টি ক্যাপশন দিয়ে আলাদা আলাদা ভাবে ছবিটি ফের পোস্ট করেন তিনি। এবং প্রতিটি পোস্টেই বিজেপিকে আক্রমণ করতে দেখা গিয়েছে তাকে। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। কী ধরনের ক্যাপশন দিয়েছেন দিব্যা? 

একটি ক্যাপশনে তিনি লেখেন, ‘লজ্জা হওয়া উচিত আপনার। যদি আপনারও মেয়ে, স্ত্রী, মা থাকত…।’ আরেকটি ক্যাপশনে তাকে লিখতে দেখা যায়, ‘চরিত্র হনন বন্ধ করুন। রাজনৈতিক আক্রমণের ভিন্ন রাস্তা অবলম্বন করুন।’ কেবল বিজেপিকে আক্রমণই নয়, রাহুলকে প্রশংসায় ভরিয়েও ক্যাপশন দিতে দেখা গিয়েছে তাকে। 

তিনি লেখেন, ‘বড় ভাই, রক্ষক, অভিভাবক’, ‘করুণা ও মানবিক গুণে পরিপূর্ণ আমাদের নেতা রাহুল গান্ধী’, ‘ঐতিহাসিক ভারত জোড়ো যাত্রা এক গণ আন্দোলনের চেহারা নিয়েছে। বিজেপির নিরাপত্তাহীনতা স্পষ্ট দেখা যাচ্ছে’। এভাবেই নানা পোস্টে গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলে জবাব দিতে দেখা গিয়েছে ওই কংগ্রেস নেত্রীকে। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে