রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ০৫:৪৩:১৬

বিয়ের আগে সহবাস ও পরকীয়ায় জড়ালে এক বছর জেল!

বিয়ের আগে সহবাস ও পরকীয়ায় জড়ালে এক বছর জেল!

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আগে যৌ'ন'তা নয়! এমনই আইন পাশ করতে চলেছে ইন্দোনেশিয়া সরকার। বিয়ের আগে স'হবা'স ও পর'কী'য়ায় জড়ালে এক বছর জেল! শুধু তাই নয়, বিয়ের আগে যৌ'ন'তায় লি'প্ত হলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত জেল হতে পারে। চলতি মাসেই ইন্দোনেশিয়া সংসদে এই আইন পাশ হতে পারে।

বিয়ের আগে যৌ'ন'তায় নি'ষে'ধা'জ্ঞা জারির খসড়া প্রস্তাব ইতিমধ্যে প্রস্তুত। এই খসড়া প্রস্তাবের সঙ্গে যুক্ত রাজনীতিক বামবাং ইউরিয়াংতো জানান, আগামী সপ্তাহের শুরুতেই সংসদে এই খসড়া প্রস্তাব পাশ হতে পারে। এটি পাশ হয়ে গেলে ইন্দোনেশিয়ার নাগরিক থেকে বিদেশিদের জন্যও এই বিধি প্রযোজ্য হবে। সহবাসেও নিষে'ধা'জ্ঞা জারি করা হচ্ছে।

তবে প্রাপ্তবয়স্ক, যারা বিয়ের আগে যৌ'ন'তায় লি'প্ত হবে, তাদের মধ্যে কেউ একজন অভিযোগ দায়ের করলেই তদ'ন্তের সাপেক্ষে অভিযুক্ত শা'স্তি পাবে। আবার বিবাহিত কোনও পুরুষ বা মহিলা যদি বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় এবং ভুক্তভোগী স্বামী বা স্ত্রী যদি অভিযোগ দায়ের করে, তাহলেই অভিযুক্ত শা'স্তি পাবে। 

এমনকি অবিবাহিত ছেলে-মেয়ের বাবা, মা যদি সন্তানের বিরুদ্ধে বিয়ের আগে কারও সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ দায়ের করে, সেক্ষেত্রেও অভিযুক্তের দো'ষ প্রমাণিত হলে শা'স্তি হবে। অ'পরা'ধীর শা'স্তি অ'পরা'ধ সাপেক্ষে ছয় মাস থেকে একমাস কা'রাদ'ণ্ড হতে পারে। স'হবা'সের ক্ষেত্রে ছয় মাস কা'রাদ'ণ্ডের শা'স্তি হবে।

বিয়ের বাইরে যৌ'ন'তায় নি'ষে'ধা'জ্ঞা নিয়ে নতুন এই খসড়া প্রস্তাবকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন ইন্দোনেশিয়ার ডেপুটি আইনমন্ত্রী এডওয়ার্ড ওমর শরিৎ হিয়ারিয়েজ। তার কথায়, “ইন্দোনেশিয়ার মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এই ধরনের ক্রি'মি'নাল আইন আনার পদক্ষেপ করতে পেরে আমরা গর্বিত।” 

দেশের ইসলামিক সংস্থাগুলিও এই খসড়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে এই ধরনের আইন কার্যকর হলে দেশের পর্যটন ব্যবস্থা ক্ষ'তিগ্র'স্ত হতে পারে বলে ব্যবসায়ী মহলের আশঙ্কা। প্রসঙ্গত, দেশটির অর্থনীতির একটা বড় অংশ আসে পর্যটনের উপর ভিত্তি করে। মূলত উ'দ্দা'ম জীবনের আনন্দ নিতে সেলিব্রিটি থেকে টিনেজদের এশিয়া দেশগুলির মধ্যে অন্যতম পছন্দের স্থান হল ইন্দোনেশিয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে