সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ০২:৩৮:১২

অরিজিৎ সিংয়ের 'বড় অহংকার' নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জী

অরিজিৎ সিংয়ের 'বড় অহংকার' নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক: মুর্শিদাবাদের ছেলে জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিংয়ের 'অহংকার' নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, 'অরিজিতের গুণই ওঁর সবচেয়ে বড় অহংকার।'

মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ-হাসপাতাল গড়তে চান সংগীতশিল্পী। মনের সেই কথা তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন। এই কাজে অরিজিৎকে সমস্তরকম সাহায্য করা হবে। মুর্শিদাবাদে প্রশাসনিক সভায় এমনটাই জানালেন মমতা।

এদিন স্বাস্থ্য পরিষেবা নিয়ে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ। খুব ভাল গান করেন। আজকে সারা বিশ্বের গর্ব। অরিজিৎ আমাকে বলেছে, দিদি আমি জ'ঙ্গিপুরে মেডিক্যাল কলেজ-হাসপাতাল গড়তে চাই। আমি তাঁকে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি। তুমি কর, যা যা সাহায্য লাগবে… তুমি যদি করতে চাও আমরা সব সাহায্য দেব।''

মমতা বলেন, ''তুমি এগিয়ে এসো। ও একটা মা মাটি মানুষের লোক। মানে মাটিতে চলার লোক। দেখবেন ওঁর কোনও অহংকার নেই। ওঁর নিজের গুণই ওর সবচেয়ে বড় অহংকার, ওঁর অলঙ্কার। কাজেই এই ধরনের যে কাজ হবে আমরা করব।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে