মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৪:৪২

চাচাতো ভাই বরুণ গান্ধীকে নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী

চাচাতো ভাই বরুণ গান্ধীকে নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: চাচাতো ভাই তারা, তবে আছেন আলাদা আলাদা রাজনৈতিক দলে। সাধারণত রাহুল গান্ধীর মুখে বরুণ গান্ধীর কথা শোনাই যায় না। তবে মঙ্গলবার (১৭ জানুয়ারি), ঘটল সেই বিরল ঘটনা। চাচাতোতো ভাই বরুণকে নিয়ে মুখ খুললেন রাহুল। 

তিনি জানান, তাদের দুজনের রাজনৈতিক আদর্শ আলাদা। বরুণের রাজনৈতিক আদর্শকে তিনি কখনই গ্রহণ করতে পারবেন না। পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রা বিষয়ক এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, “আমি ওর (বরুণ গান্ধী) সঙ্গে দেখা করতে পারি, ওকে আলিঙ্গন করতে পারি, কিন্তু ওর আদর্শকে কখনই মানতে পারব না।”

রাহুল গান্ধীর চাচা তথা প্রয়াত কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধীর ছেলে বরুণ গান্ধী। গান্ধী পরিবারের ছেলে হয়েও, কংগ্রেসে নেই তিনি। উত্তর প্রদেশের পিলভিটের বিজেপি সাংসদ তিনি। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অবশ্য বিজেপির অনেক নেতাকেও আহ্বান জানানো হয়েছে। 

সেই প্রসঙ্গেই এদিন তাকে প্রশ্ন করা হয়, তার ভাই কি ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন? রাহুল গান্ধী বলেন, “বরুণ গান্ধী বিজেপিতে আছে। ও এই যাত্রায় পা মেলালে ওর জন্য সমস্যা তৈরি হতে পারে। আমার আদর্শ ওর আদর্শের সঙ্গে মেলে না।”

তিনি বলেন, “আমি কখনই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের কার্যালয়ে যেতে পারব না। তার আগে আমার মাথা কেটে ফেলতে হবে। আমার পরিবারের একটা আদর্শ আছে। এক সময়, হয়ত বা আজও বরুণ অন্য এক আদর্শ গ্রহণ করেছে। আমি তা মানতে পারব না।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে