রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ১০:৪৩:০৪

এবার সাধ্যের মধ্যে 5G ফোন আনল Vivo

এবার সাধ্যের মধ্যে 5G ফোন আনল Vivo

শাওমি, রিয়েলমি ও অপোকে টেক্কা দিতে এবার সাধ্যের মধ্যে 5G ফোন আনল Vivo। সম্প্রতি লঞ্চ হয়েছে Vivo Y55s 5G (2023)। মিডরেঞ্জ সেগমেন্টের এই ফোনে রয়েছে বড় IPS LCD ডিসপ্লে, MediaTek Dimensity 700, 5G কানেক্টিভিটি, 50 MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 5,000 mAh ব্যাটারি। ২০২১ সালে চিনে লঞ্চ হয়েছিল Vivo Y55s 5G, সেই ফোনেও MediaTek Dimensity 700 চিপসেট দিয়েছিল ভিভো। নতুন মডেলের প্রসেসরে কোনও বদল আসেনি।

ফোনটিতে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির FunTouch OS 12 স্কিন। এই ফোনে SA ও NSA 5G সাপোর্ট দিয়েছে চিনা সংস্থাটি। রয়েছে 6.58 ইঞ্চি FHD+ ডিসপ্লে। সেখানে 20:9 অ্যাসপেক্ট রেশিও থাকছে। পাবেন 60 Hz রিফ্রেশ রেট। এই ফোনে MediaTek Dimensity 700 দিয়েছে ভিভো। সঙ্গে থাকছে 6 GB RAM।

ছবি ও ভিডিয়োর জন্য ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 MP সেন্সর। সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও 2 MP ম্যাক্রো ক্যামেরা দিয়েছে চিনা সংস্থাটি। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8 MP ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে রয়েছে 8 MP অনবোর্ড স্টোরেজ। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল সিম 5G, 4G, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.1, GPS, NFC, USB Type-C পোর্ট ও 3.5 mm হেডফোন জ্যাক। ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে 18 W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।

Vivo Y55s 5G (2023) এর দাম শুরু হচ্ছে 7,990 নিউ তাইওয়ান ডলার (প্রায় 21,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 4 GB RAM + 128 GB স্টোরেজ। এছাড়াও 6 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 8,490 নিউ তাইওয়ান ডলার (প্রায় 22,700 টাকা)। গ্যালাক্সি ব্লু ও স্টার ব্ল্যাক কালারে তাইওয়ানে এই ফোন বিক্রি হবে। এশিয়ার এই দেশে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোন দেখা গিয়েছে। যদিও কবে বিক্রি শুরু জানা যায়নি। ভারত সহও অন্যান্য দেশে Vivo Y55s 5G (2023) লঞ্চ প্রসঙ্গে কোনও তথ্য প্রকাশ্যে আনেনি ভিভো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে